নতুন গ্র্যান্ড মুফতি নিয়োগ দিলো সৌদি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

প্রধান ইমাম ও খতিব শায়খ ড. সালেহ আহমদ বিন হুমাইদ। ছবি : সংগৃহীত
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন মসজিদে হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. সালেহ আহমদ বিন হুমাইদ।
মঙ্গলবার সাবেক গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পরপরই তাঁকে এই মর্যাদাপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।
সৌদি রাজকীয় আদালত এ বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে আল আরাবিয়া।
গ্র্যান্ড মুফতি হওয়ার আগে শায়খ সালেহ বিন হুমাইদ মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০২৫ সালের হজের খুতবাও প্রদান করেছিলেন।
এছাড়া তিনি সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের প্রবীণ ইমাম। দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞান, হিকমাহ ও বিচার বিভাগীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন তিনি।
গভীর অন্তর্দৃষ্টি, জ্ঞানগর্ভ বক্তব্য ও পাণ্ডিত্যপূর্ণ চিন্তার কারণে তিনি মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছেন।