×

জাতীয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, তীব্র যানজট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, তীব্র যানজট

ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার মহাসড়কে ‘তারা টেক্সটাইল লিমিটেড’ কারখানার শতাধিক শ্রমিক বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট।

জানা যায়, সকাল ৯টার দিকে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ফলে ওই মহাসড়কের যান চলাচল বন্ধ আছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধ করা হলে তারা সড়ক থেকে সরে যাবেন। তবে বেতন না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান তারা।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কৃপা সিন্ধু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বেতন দেয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত রাখার চেষ্টা চলছে। বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে আগে কয়েকবার আলোচনা হয়েছে। শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা চালিয়ে যাচ্চেন বলে জানান তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদীকে কোনো দেশ আশ্রয় দেবে না: ফারুক হাসান

মোদীকে কোনো দেশ আশ্রয় দেবে না: ফারুক হাসান

জেবা জান্নাত যেভাবে ভাইরাল হন, জানালেন সাংবাদিকদের

জেবা জান্নাত যেভাবে ভাইরাল হন, জানালেন সাংবাদিকদের

১৫ সেপ্টেম্বর ২০২৫, একনজরে সারাদিন

১৫ সেপ্টেম্বর ২০২৫, একনজরে সারাদিন

ওমানকে গুঁড়িয়ে দিয়ে আমিরাতের বড় জয়

ওমানকে গুঁড়িয়ে দিয়ে আমিরাতের বড় জয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App