বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১১:৪২ পিএম

ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল ও পার্বত্য জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে কিছু এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার। সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকার মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো বলেছে, সম্ভাব্য বৃষ্টিপাত ও ভূমিধস মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পার্বত্য লোকজনকে সতর্ক করতে স্থানীয় প্রশাসন মাইকিং শুরু করেছে।