×

জাতীয়

সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০১:০৮ পিএম

সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) যতটা স্বাধীনভাবেই কাজ করুক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

সিইসি বলেন, সরকারের সঙ্গে আমাদের ফরমাল এবং ইনফরমাল—দুইভাবেই আলোচনা চলছে। নির্বাচন ইস্যুতে সময় এলেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসা হবে এবং তখনই ভোটের দিনক্ষণ জানানো হবে।

নির্বাচনের তারিখ নির্ধারণে সরকার প্রধানের সঙ্গে দেখা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটা করে দেখা করার কিছু নেই। এখানে কোনো লুকোচুরি নেই। সময় হলে সব জানানো হবে। সরকারের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টি স্বাভাবিক নিয়মেই ধরে নিতে হবে।

‘রোডম্যাপ’ শব্দটি নিয়ে বিভ্রান্তির অবসান ঘটিয়ে সিইসি বলেন, আমরা এটিকে রোডম্যাপ বলছি না। এটি একটি কর্মপরিকল্পনা।

তিনি বলেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই একটি পরিকল্পনা থাকে। নির্বাচন কমিশনেরও একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা রয়েছে, যা অনেক আগেই শুরু হয়েছে এবং সে অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলেছে।

তিনি আরো উল্লেখ করেন, নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর। তবে প্রশাসনিক সহায়তা ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া একটি সফল নির্বাচন বাস্তবায়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সংঘর্ষে সাংবাদিক আহত, নিরাপত্তা নিশ্চিতে ডিআরএফের আহ্বান

সংঘর্ষে সাংবাদিক আহত, নিরাপত্তা নিশ্চিতে ডিআরএফের আহ্বান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষে আহত ২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষে আহত ২০

হামলা প্রসঙ্গে যা বলছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা

হামলা প্রসঙ্গে যা বলছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App