×

জাতীয়

আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই: আইএসপিআর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৪:০১ পিএম

আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই: আইএসপিআর

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ তথ্য জানায়।

এর আগে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ডাকসু ও হল সংসদ নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও প্রক্টরিয়াল টিম, দ্বিতীয় স্তরে পুলিশ এবং তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী অবস্থান নেবে।

আরো পড়ুন : ডাকসু নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা, থাকবে সেনা স্ট্রাইকিং ফোর্স

সিনেট ভবনে ডাকসু ও হল সংসদের প্রার্থীদের সঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় শেষে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নির্বাচনের সময় পুলিশ দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে। ভোট শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সেনাসদস্যরা ভোটকেন্দ্র ঘিরে রাখবেন বলেও উল্লেখ করা হয়েছিল।

তবে এ প্রসঙ্গে আইএসপিআর জানায়, সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা মোতায়েন-সংক্রান্ত খবর সেনাবাহিনীর নজরে এসেছে। এ বিষয়ে স্পষ্ট করে জানানো হচ্ছে যে, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনের সুযোগ নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করছে সেনাবাহিনী। একইসঙ্গে সবার জন্য শুভকামনাও জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীন যাচ্ছেন পুতিন-কিম, জিনপিংয়ের সঙ্গে বৈঠক নিয়ে চাঞ্চল্য

চীন যাচ্ছেন পুতিন-কিম, জিনপিংয়ের সঙ্গে বৈঠক নিয়ে চাঞ্চল্য

এশিয়া কাপ প্রস্তুতি: লড়াইয়ে পাকিস্তান-আফগানিস্তান-আরব আমিরাত

এশিয়া কাপ প্রস্তুতি: লড়াইয়ে পাকিস্তান-আফগানিস্তান-আরব আমিরাত

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা

ডাকসু ভিপি প্রার্থী আবিদকে যে পরামর্শ দিলেন ছাত্রদল সভাপতি

ডাকসু ভিপি প্রার্থী আবিদকে যে পরামর্শ দিলেন ছাত্রদল সভাপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App