×

জাতীয়

ডাকসু নির্বাচন ঘিরে এখন পর্যন্ত যা যা ঘটলো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম

ডাকসু নির্বাচন ঘিরে এখন পর্যন্ত যা যা ঘটলো

রোকেয়া হলে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বোচনে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন ও প্রশাসনের নিরব ভূমিকার অভিযোগ তুলেছেন। আবার ভোট দেয়ার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে বলে দাবি করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ করে দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এর আগে তার বিরুদ্ধে ইসলামি ছাত্র শিবির সমর্থিত প্যানেল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনে। এছাড়া নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যাহতি দেয়ার কথাও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্বাচনে একজন ভোটারের ব্যালটে ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নামের পাশে টিক চিহ্ন দেয়া ছিল বলে অভিযোগ ওঠে। এ কথা নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর একে এম নুরে আলম।

ডাকসুর ভোটে অব্যবস্থাপনা এবং ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে অবহেলার অভিযোগ তোলেন স্বতন্ত্র ঐক্যজোটের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। এদিন সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার কথা জানান ডাকসুর ভোটাররা। আটটি কেন্দ্রেই ভোট দেয়ার জন্য ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।

সকাল থেকেই ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখেছেন নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় যেসব খাবার

হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় যেসব খাবার

বলিউডের সেরা তারকার তালিকায় শীর্ষে সালমান, নেই শাহরুখ, আমির

বলিউডের সেরা তারকার তালিকায় শীর্ষে সালমান, নেই শাহরুখ, আমির

ছাত্রদল-শিবিরের মধ্যে ক্ষমতার ভাগাভাগির নির্বাচন হচ্ছে: আব্দুল কাদের

ছাত্রদল-শিবিরের মধ্যে ক্ষমতার ভাগাভাগির নির্বাচন হচ্ছে: আব্দুল কাদের

হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালালো ইসরায়েল

হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালালো ইসরায়েল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App