ডাকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে নাটক করার অভিযোগ শিবিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম

সংবাদ সম্মেলনে কথা বলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ। ছবি: সংগৃহীত
নানা নাটক মঞ্চস্থের মাধ্যমে ছাত্রদল আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে, বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগও তুলেছেন তারা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। তিনি বলেন, নিজেরা হারার আশঙ্কা থাকলে ভোট মানবো না, এই প্রবণতা দেখা যাচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীরা যে ম্যান্ডেটে যে মতামত দিয়েছে সেটিই আমরা চাই। এর ব্যাতিক্রম ঘটলে এটার বিরুদ্ধে আমরা দাড়াবো। নির্বাচন বানচালের চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন এই প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।