অর্থনৈতিক সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টাকে পাকিস্তানে আমন্ত্রণ

ইউএনবি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

নিউইর্য়কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: ইউএনবি
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইর্য়কে জাতিসংঘ সদরদপ্তরে এই বৈঠক অুনষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের শুরুতে পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন অধ্যাপক ইউনূস। অন্যদিকে শাহবাজ শরিফ জানান, এই বন্যার প্রধান কারণ জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বিষয়।
এর আগে চলতি বছরের আগস্টে বাংলাদেশ ও পাকিস্তান তাদের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সেসময় পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ।