×

জাতীয়

জাতিসংঘের সামনে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের কথা জানলেন বিশ্বনেতারা

Icon

অভিজিৎ ভট্টাচার্য্য, নিউইয়র্ক থেকে

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম

জাতিসংঘের সামনে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের কথা জানলেন বিশ্বনেতারা

সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে সংখ্যালঘুরা।

  •  নিউইয়র্কের একাধিক সংগঠনের বিক্ষোভ

জাতিসংঘ সদর দপ্তরের ভেতরে যখন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভাষণ দিচ্ছিলেন তখন তারই দেশের সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে বাইরে বিক্ষোভ করেছে সংখ্যালঘুরা। প্রায় তিনঘণ্টা ব্যাপী বিক্ষোভে নিউইয়র্কের আশেপাশে থেকে যোগ দেয়া সনাতনীরা ‘ফ্রি, ফ্রি, চিন্ময় কৃষ্ণ ফ্রি, চিন্ময় কৃষ্ণ ফ্রি’ এবং ‘সেভ বাংলাদেশি হিন্দুজ’-এমন স্লোগানে জাতিসংঘের সামনের দিকটিকে উত্তপ্ত করে তোলেন।

 একইসঙ্গে একটি পিকআপ ট্রাক ভাড়া করে তাতে ড. ইউনূসের বিরুদ্ধে নানা স্লোগান লিখে দেয়া হয়। ওই গাড়ি জাতিসংঘ সদর দপ্তরের সামনে রাস্তা এবং ড. ইউনূস যে হোটেলে উঠেছেন তার সামনের রাস্তায় বারবার চক্কর কাটতে থাকে। এরফলে জাতিসংঘে যোগ দিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও অতিথিরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের চিত্র জেনে গেলেন।

 স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোররাতে) যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সহযোগিতায় ইউনাইটেড হিন্দুজ অফ ইউএসএ’র নেতৃত্বে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়। সংগঠনের সভাপতি ভজন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রামদাস ঘরামীর সঞ্চালনায় প্রায় তিন ঘণ্টা স্থায়ী উক্ত সমাবেশে যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদসহ নিউইয়র্ক শহরের প্রায় সব মন্দিরের প্রতিনিধিরাই স্ব স্ব সংগঠনের ব্যানার নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেন। 

সভায় ইউনাইটেড হিন্দুজের বক্তাদের মধ্যে ছিলেন ভজন সরকার, ভবতোষ মিত্র, রামদাশ ঘরামী, সঞ্জিৎ ঘোষ, উত্তম সাহা, জয়দেব গায়েন, প্রিতুষ বালা, গোপাল শান্যাল সুবল দেব নাথ প্রমুখ। যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পক্ষে বক্তব্য পেশ করেন সংগঠনের সিনিয়র পলিসি ডিরেক্টর শিতাংশু গুহ, অন্যতম সভাপতি ড. দ্বিজেন ভট্টাচার্য, ও সাধারণ সম্পাদক বিষ্ণু গোপ। এছাড়াও জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র শাখার চেয়ারম্যান শ্যামল চক্রবর্তী, রাধামাধব মন্দিরের রমেশ নাথ ও মহামায়া মন্দিরের ধ্রুব চক্রবর্তী। 

বক্তারা বলেন, ড. ইউনূস সরকার হিন্দুদের বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলায় সংখ্যালঘুদের জীবন বিপন্ন করে তুলেছেন। এরমধ্যে কারাবন্দী শ্রী চিন্ময় কৃষ্ণ দাশ প্রভুকে জামিন না দিয়ে কারাগারে আটকে রেখেছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মিথ্যে অজুহাতে পরেশ শীলদের মত নিরপরাধ মানুষকে মারধর করে কারারুদ্ধ করা, ছলচাতুরী বা বলপূর্বক ধর্মন্তিরিত করা, তাদের চাকরীচ্যুত করা এবং বিচারপতির মত উঁচু পদে নিয়োগের ক্ষেত্রে সংখ্যালঘুদের সম্পূর্ণ বাদ দেয়ার বিদ্যমান সংস্কৃতি বন্ধ করার কথা জানান।   

যুক্তরাষ্ট্র্র ঐক্য পরিষদের বক্তারা বলেন, ড. ইউনূস আপনার চোখের সামনে ২ হাজার ৪৪২ এর বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, যাতে মৃত্যু, ধর্ষণ, অগ্নিসংযোগ সবই ছিল। আপনি এ ব্যাপারে কী কী পদক্ষেপ নিয়েছেন? আপনি আপনার ব্যক্তিগত স্বার্থে ধর্মীয় সন্ত্রাসীদের সঙ্গে ঘোর বিপজ্জনক আঁতাত করে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশেকে জঙ্গিদের হাতে তুলে দিচ্ছেন। 

সংখ্যালঘুরা গনিমতরে মাল নয় উল্লেখ করে বক্তারা বলেন, তারাও মানুষ; পাকিস্তানী সেনাবাহিনী ও জামায়াতে ইসলামীর হাতে তিরিশ লাখ বাঙালীর মৃত্যু, দুই লক্ষাধিক মা-বোনের সম্ভ্রমহানি এবং তাদের অত্যাচারের প্রায় এক কোটি মানুষের দেশত্যাগের বিনিময়ে অর্জিত ধর্মনিরপেক্ষ বাংলাদেশেকে আজ একাত্তরের গণহত্যাকারীদের হাতে তুলে দিচ্ছেন কার স্বার্থে! কাদের খুশি করতে আপনি হিন্দু সন্ন্যাসী শ্রী চিন্ময় কৃষ্ণ দাশকে কারারুদ্ধ করে রেখেছেন? 

বাংলাদেশে সরকারী মদদে চলমান ধর্মীয় সন্ত্রাস এখনই বন্ধ করতে হবে দাবি জানিয়ে তারা বলেন, পরেশ শীল ও তার ছেলের অপরাধ কী, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, নাকি চুল কাটার মূল্যে দশ টাকা ছাড় দিতে অপারগতা প্রকাশ করা? 

সবমিলিয়ে ধর্মীয় অবমাননার মিথ্যে অজুহাতে সংখ্যালঘু নির্যাতন চিরতরে বন্ধ করার কথা জানিয়ে বক্তারা বলেন, আপনার নেতৃত্বে, আপনার প্রত্যক্ষ মদদে জন্মগতভাবে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশে আজ একটি তালেবান রাষ্ট্রে পরিণত হতে চলেছে-এই ভয়ঙ্কর প্রক্রিয়া এখনই বন্ধ করুন। 

বক্তারা প্রশ্ন রেখে বলেন, প্রগতিশীল মুসলিম ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয় কীভাবে! এমন নির্বাচনের ফলাফল কেউ গ্রহণ করবে কি? তারা ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আগের তত্বাবধায়ক সরকার প্রধানদের মত দেশের সব দলের অংশ গ্রহণমূলক একটি নির্বাচনের আয়োজন করুন, দেশটাকে মুক্তিযুদ্ধের মূল চেতনা ও অঙ্গীকার বিরোধী ধর্মীয় জঙ্গিদের হাতে তুলে দেবেন না। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘের সামনে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের কথা জানলেন বিশ্বনেতারা

জাতিসংঘের সামনে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের কথা জানলেন বিশ্বনেতারা

যশোরের মনিরামপুরে ভূমিকম্প

যশোরের মনিরামপুরে ভূমিকম্প

বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

প্রধান উপদেষ্টা বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

চুমুপ্রতি হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সাইফ

চুমুপ্রতি হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সাইফ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App