×

পাকিস্তান

পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, ১১ পুলিশ নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৮:৪২ এএম

পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, ১১ পুলিশ নিহত

ছবি : সংগৃহীত

   

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ নিহত ও ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অঅগস্ট) প্রদেশের রহিম ইয়ার খান এলাকার কাচা শহরে এ হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

পুলিশ জানিয়েছে, ডাকাতের সন্ধানে ওই এলাকার মরুভূমিতে টহল দিচ্ছিলেন ওই পুলিশ সদস্যরা। এ সময় তাদের ওপর দস্যুরা হামলা চালায়। ধারণা করা হচ্ছে, তারা ডাকাত, কোনো সশস্ত্র গোষ্ঠী সদস্য নয়। পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দস্যুরা রকেট লঞ্চার দিয়ে গাড়িতে হামলা চালায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ হামলায় দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে এবং কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন : ড. ইউনূসের কাছে চিঠিতে যা লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত দমনে প্রায়ই অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এই ডাকাতেরা গ্রাম ও জঙ্গল এলাকায় গা ঢাকা দিয়ে থাকে। কখনো কখনো তারা মুক্তিপণের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য অপহরণ করে। সাম্প্রতিক মাসগুলোতে হামলায় তারা বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও হত্যা করেছে।

কাচা সিন্ধু নদীর তীরে ডাকাতদের আস্তানার জন্য পরিচিত। পুলিশ বলেছে, পুলিশের একটি গাড়ি খামারের ক্ষেতে জমে থাকা বৃষ্টির পানির মধ্য দিয়ে যাওয়ার কয়েক ডজন দস্যু আক্রমণ শুরু করে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলার সংখ্যা বেড়েছে, কিন্তু একক হামলায় এত বেশি সংখ্যক পুলিশ নিহত হওয়ার ঘটনা বিরল। এর আগে বৃহস্পতিবার, বন্দুকধারীরা পাঞ্জাবে একটি স্কুল ভ্যানে গুলি চালায়, এতে দুই শিশু নিহত এবং ছয়জন আহত হয়। ওই হামলার দায় কেউ স্বীকার করেনি।

একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সম্ভবত শত্রুতার কারণে বাসের চালককে লক্ষ্য করে হামলাটি করা হয়েছিল।

পাকিস্তানের সরকার দেশজুড়ে বেশ কয়েকটি প্রদেশে কর্মরত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমন করতে কয়েক দশক ধরে সংগ্রাম করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App