ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৬

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম

ছবি : সংগৃহীত
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ডাকে সোমবার (২৫ নভেম্বর) হাজার হাজার মানুষ ইসলামাবাদের পথে নামেন। তাদের এই বিক্ষোভ মিছিল ক্রমে সংঘর্ষের রূপ নেয়, যা পাকিস্তানের বিভিন্ন স্থানে সহিংসতার জন্ম দেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
এর আগে রবিবার, ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে পিটিআই কর্মী ও সমর্থকরা ইসলামাবাদে বিক্ষোভ শুরু করেন। সোমবার সন্ধ্যায় এই মিছিল ইসলামাবাদে পৌঁছায় এবং বিক্ষোভকারীরা আরো এগোনোর সিদ্ধান্ত নেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সেনাবাহিনীকে নামানো হয়।
পিটিআই সূত্রে জানা যায়, সেনাবাহিনী মোতায়েনের পর পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে ইমরান খান সমর্থকদের সংঘর্ষ বাঁধে। বিক্ষোভকারীদের গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরো ৪ জন নিরাপত্তাকর্মী ও ১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া, সংঘর্ষের কারণে অনেকেই আহত হয়েছেন এবং কিছু গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে।
সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাঁদুনে গ্যাসও ছোঁড়া হয়। ইসলামাবাদে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোনো ধরনের অশান্তি ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করা হবে।
মৃতদেহগুলো স্থানীয় পিআইএমএস হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, হাসপাতালের এক পুলিশ কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এ ঘটনার পর পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে।