অতর্কিত হামলায় পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪ এএম

এ ঘটনায় তিন জন গুরুতর আহত হয়েছেন। ছবি : সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এক অতর্কিত হামলায় ১৮ জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তিন জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে দেশটির একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যম এএফপিকে বলেন, বেলুচিস্তানের মাঙ্গোচর শহরের কাছে এই হামলাটি ঘটে। সেখানে ৭০ থেকে ৮০ জন ভারী অস্ত্রধারী হামলাকারী রাস্তা অবরোধ করে নিরস্ত্র ফ্রন্টিয়ার কোরের সেনাদের বহনকারী একটি গাড়িকে আটক করে হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা ১৭ জন এবং তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান। আহত তিনজনের অবস্থা গুরুতর।
দেশটির সংবাদমাধ্যম ডন আইএসপিআরের বরাত দিয়ে জানিয়েছে, বেলুচিস্তানের কালাত জেলার মাঙ্গোচর এলাকায় অভিযান চলকালে ১৮ সেনা নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বেলুচিস্তান অভিযানে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
আরো পড়ুন : যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে এনে মেয়েকে গুলি করে হত্যা!
এদিকে আধাসামরিক বাহিনীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এছাড়া নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
আধাসামরিক বাহিনীর ওপর হামলার বিষয়ে এখন পর্যন্ত দায় করা স্বীকার করেনি কেউ। তবে বেলুচিস্তানে বেশিরভাগ হামলার জন্য দায়ী করা হয় বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের একটি সশস্ত্র গোষ্ঠীকে।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবি করে আসছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও প্রদেশটি পাকিস্তান সরকারের অবহেলার শিকার বলে দাবি স্থানীয়দের।