×

কবিতা

খুব কাছ থেকে দেখা

Icon

মানিক পাল

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম

খুব কাছ থেকে দেখা

মানিক পাল

   

খুব কাছ থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেছি

একাত্তরের গরম দুপুর, শহরের গলিতে

আমি ছিলাম একখণ্ড ইতিহাসের সাক্ষী।

গলা শুকিয়ে আসছিল, হাতের ঘামে সিক্ত,

তবুও এক অদৃশ্য শক্তি, সব কিছুতেই ছিল দৃঢ়।

যখন আকাশে যুদ্ধের মেঘ ঘুরত,

নিরীহ মানুষের চিৎকার ছিল আকাশের সীমানায়।

আমি তখন ছিলাম বারো বছরের শিশু,

যত্নে লুকিয়ে রাখতাম ভয়, এক পলক পর চোখে জল।

যখন রণাঙ্গনে কাঁপছিল মাটির বুক,

সীমানা হারিয়ে, শত্রু বাহিনী ছিল দেশজুড়ে।

আর সেই রাতগুলো, বিষাদে ডুবেছিল আকাশ,

আমাদের হৃদয়ে বাজত বাংলার জয় গান।

একদিন, মুক্তির বাতাসে উড়েছিল আমাদের স্বপ্ন,

আমাদের ছেলেরা হাতে নিয়েছিল অস্ত্র,

মাটির সাথে কথা বলেছিল সেই দিন,

তাদের লড়াই ছিল শুধু দেশ নয়, জীবনের সকল আনন্দ।

আজও মনে পড়ে সেই দিনের কথা,

আমরা যারা জানতাম, মুক্তি আসবেই একদিন,

একটা নতুন ভোর এসে দাঁড়িয়েছিল,

যেখানে স্বপ্নগুলো সত্যি হয়ে উঠেছিল।

আজও মাটির গন্ধে ভেসে আসে সেই স্মৃতি,

যে যুদ্ধ ছিল গর্বের, যে গর্জন ছিল সাহসের,

বিজয় দিবসের অমলিন আলোয় উদিত হলো নতুন সকাল,

যেখানে স্বাধীনতা আমাদের শ্বাস, আমাদের অস্তিত্ব।

এখনও আমার রক্তে বইছে সেই মুক্তির স্রোত,

যেখানে ইতিহাসের প্রতিটি পাতা গর্বে ভরে উঠেছে,

কখনো ভুলব না, খুব কাছ থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেছি,

আজও মনে হয়, বিজয় দিবসে আবার সেই যুদ্ধের গান। খুব কাছ থেকে দেখা 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App