জামায়াত নেতাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করা যাবে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১১:৩৮ এএম

ছবি : সংগৃহীত
সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছে ধর্ম ভিত্তিক রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গসংগঠন ইসলামি ছাত্রশিবির। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ২০ ধারায় নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের সব সম্পদ জব্দ, কার্যালয় বন্ধ ঘোষণা করার পাশাপাশি সংগঠন দুটির ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং তাদের নেতাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে সরকার। আইন অনুযায়ী এখন এসব পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন অনুযায়ী সরকার এখন জামায়াতের কার্যালয় বন্ধ, ব্যাংক অ্যাকাউন্ট জব্দসহ বেশ কিছু বিষয়ে পদক্ষেপ নিতে পারবে। আইনে সরকারকে সে ক্ষমতা দেয়া হয়েছে এবং আইন অনুযায়ী এসব পদক্ষেপ নেয়া হবে।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, নিষিদ্ধ করা জামায়াত ও ছাত্রশিবিরের বেশ কিছু বিষয় বাধা-নিষেধের মধ্যে পড়বে; সেই বিষয়ে সন্ত্রাসবিরোধী আইনে উল্লেখ রয়েছে। সরকার আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে।
এর আগে গত বৃহস্পতিবার জামায়াত নিষিদ্ধের পর এর নেতাকর্মীদের কী হবে- এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেছিলেন, গণহারে তাদের বিচার করা হবে না। ১৯৭১ সালের পরে যারা জন্ম নিয়েছে, তাদের বিচার করা হবে না। বাংলাদেশে আইন আছে, তারা যদি কোনো অপরাধ করে, সে ক্ষেত্রে আইন অনুযায়ী বিচার হবে।
আরো পড়ুন : নীরবতাই কৌশল জামায়াতের