বিদেশে টাকা পাচারকারীদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম

ছবি: ভোরের কাগজ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, বিদেশে টাকা পাচারকারীদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন। জাতি জানুক কারা দেশপ্রেমিক আর কারা দেশের শত্রু। টাকা পাচারকারীরা দেশ ও মানবতার শত্রু। এই শত্রুদেরকে দেশের সব নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের দক্ষিণখানস্থ ফায়দাবাদ মাঠে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখানুপাতিক (চজ) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন: ভাষা সৈনিক আবদুল গফুরের ইন্তেকালে বাংলাদেশ ন্যাপের গভীর শোক
থানা শাখার সভাপতি মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আনোয়ার হোসেন, এডভোকেট মোস্তফা মামুন মনির, মুফতী আব্দুল কুদ্দুস রশিদী, আব্দুস সালাম, মুস্তাফিজ প্রমুখ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সহ-সভাপতি মুফতি ওয়ালিউল্লাহ। থানা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সম্প্রীতি সমাবেশে এলাকাবাসীর উদ্দেশ্যে প্রধান আলোচকের বক্তব্য রাখেন নগর সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট শওকত আলী হাওলাদার, মুফতি হাবিবুল্লাহ, মুফতি তারেক সাইদ, জনাব ফারুক আহম্মেদ, সোহেল বেপারি প্রমুখ। থানা শাখার সেক্রেটারি মোকাররম মীরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন থানা, ওয়ার্ড, ইউনিট ও সহোযোগি সংগঠনের নেতারা।