জসিম উদ্দিন মণ্ডলের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাবে সিপিবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৮:৪৯ পিএম

সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বর্ষীয়ান কমিউনিস্ট নেতা কমরেড জসিম উদ্দিন মণ্ডল। ছবি: ভোরের কাগজ
ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, এ দেশের শ্রমিক আন্দোলনের কিংবদন্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বর্ষীয়ান কমিউনিস্ট নেতা কমরেড জসীম উদ্দীন মণ্ডলের সপ্তম মৃত্যুবার্ষিকী আগামীকাল (বুধবার ২ অক্টোবর)।
জসিম উদ্দীন মণ্ডলের মৃত্যুবার্ষিকীতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারন সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে প্রয়াত কমরেডের বিপ্লবী কর্মময় স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতারা বলেন, জসিম উদ্দীন মণ্ডল ছিলেন আজীবন বিপ্লবী তরুণদের স্বপ্নের নায়ক। তিনি হাজার হাজার তরুণ, শ্রমিক, কৃষক মেহনতী মানুষকে কমিউনিস্ট আদর্শ ও আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন। সহজ-সরল-সাবলীল অথচ অনলবর্ষী বক্তৃতায় তিনি সহজেই জনতাকে আকৃষ্ট করতে পারতেন।
বিবৃতিতে তারা আরো বলেন, কমরেড জসিম উদ্দীন মণ্ডলের আজীবন যে সাম্যের, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন সে লড়াই অব্যাহত রাখতে হবে।
আরো পড়ুন: দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা সিপিবির
কমরেড জসিম উদ্দীন মণ্ডলের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার মুক্তিভবনে বেলা ১২টায় তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া প্রয়াত এ নেতার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির পক্ষ থেকে কর্মসূচি পালন করা হবে।
বুধবার পাবনা জেলার ঈশ্বরদীতে অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত থাকবেন- সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন। কুষ্টিয়ায় অনুষ্ঠিত সভায় উপস্থিত থাকবেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রাগিব আহসান মুন্না।
বিবৃতিতে নেতারা প্রয়াত জসিম উদ্দীন মণ্ডলের মুত্যুবার্ষিকী যথাযথভাবে পালনের জন্য সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, জসিম উদ্দীন মণ্ডল ২০১৭ সালের ২ অক্টোবর ৯৭ বছর বয়সে শেষঃনিশ্বাস ত্যাগ করেন।