গাজা ও লেবাননে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি বাম গণতান্ত্রিক জোটের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পিএম

বাম গণতান্ত্রিক জোট। ছবি: সংগৃহীত
প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের একবছর পূর্তিতে প্যালেস্টাইন ও লেবাননে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী)। সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিপিবি সভাপতি শাহ আলম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের সদস্য। জুলফিকার আলী বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী। সমাবেশ পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী) সদস্য রাশেদ শাহরিয়ার।
আরো পড়ুন: আ.লীগের শাস্তি নিয়ে যা জানালেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার গত এক বছরে ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে গাজা উপত্যকা ধ্বংস করে দিয়েছে। প্যালেস্টাইনের পক্ষে লড়াইরত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান নাসরুল্লাহকে হত্যা করেছে। বর্তমানে লেবাননে স্থল অভিযান ও বিমান হামলা চালিয়ে গণহত্যা চালাচ্ছে। বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন মদদে ফিলিস্তিন ও লেবাননে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবাজ ইসরাইয়েলকে থামানো দরকার। যুদ্ধ বন্ধে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যুদ্ধপরাধের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা এবং জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করার দাবি জানান বাম নেতারা।