×

অন্যান্য

ইনসানিয়াত বিপ্লব

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে

ছবি: ভোরের কাগজ

   

অন্তর্বর্তী সরকারের প্রশ্রয়ে দেশে ধর্মীয় রাজনীতির নামে ধর্ম ধ্বংসাত্মক ও গণতন্ত্র বিরোধী জঙ্গিবাদের প্রাদুর্ভাব, জনগণের জানমালের চরম নিরাপত্তাহীনতা, খুন খারাবি ডাকাতি ব্যাপক বেড়ে যাওয়া, দ্রব্যমূল্যের অসহনীয় অগ্নিমূল্যে জনজীবনে চরম সংকট, আগস্ট বিপ্লবোত্তর বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের দায়ে অন্তর্বর্তী সরকার ভেঙ্গে দেয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

শনিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানায় দলটি। বিক্ষোভ সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার, সহ-সভাপতি  আরেফ সারতাজ, সূফি আহমেদ শাহ মোর্শেদ প্রমুখ। 

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়ার জন্য যাত্রা করে দলটি। এ সময় পুলিশ বাধা দেয়। পরে প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পৌঁছে দেন।

বিক্ষোভ সমাবেশে আল্লামা ইমাম হায়াত অভিযোগ করেন, সমন্বয়ক গোষ্ঠী ও অন্তর্বর্তী সরকার ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক অপরাজনীতির রাষ্ট্রীয় প্রশ্রয় ও প্রমোট করে ইসলামের শান্তিময় মানবিক ধারা এবং রাষ্ট্রকে বিপন্ন করে তুলেছে। ধর্মের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র ধর্মের নির্দেশিত মানবতার রাজনীতির বিপরীত ধর্ম ধ্বংসাত্মক ও গণতন্ত্র বিনাশী এবং রাষ্ট্র ধ্বংসাত্মক স্বৈরতন্ত্র।

আরো পড়ুন: রাজনীতির সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার স্থায়ী হবে না: ভিপি নুর

ইমাম হায়াত বলেন, জঙ্গিবাদ সমর্থিত সমন্বয়ক চক্র ও তাদের উপদেষ্টা পরিষদ দেশের প্রশাসনিক কাঠামো ধ্বংস, পুলিশ হত্যার মাধ্যমে আইন শৃংখলার কাঠামো ধ্বংস করে জনগণের জানমাল চরম নিরাপত্তাহীন মহাবিপদজনক অনিশ্চিত অরক্ষিত করে তুলেছে। তিনি বলেন, তাদের কারণেই দেশে সর্বত্র খুন সন্ত্রাস ডাকাতি ও বিভিন্ন অপরাধ মারাত্মক আকার ধারণ করেছে। যার ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে। ‌তাই অতি দ্রুতই সরকার ভেঙে দিতে হবে। দেশের জনগণই দেশকে রক্ষা করবে।

তিনি আরো বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী দেশের শিল্প কারখানা, ব্যবসা-বাণিজ্য আয় উপার্জন ধ্বংস করে অর্থনীতি মারাত্মক ধ্বংস করে দিয়েছে। খাদ্য দ্রব্যের অসহনীয় অগ্নিমূল্যে সীমিত আয়ের সংখ্যাগরিষ্ঠ জনগণের জীবন কঠিন সংকটে পড়ে গেছে।

ইমাম হায়াত বলেন, জঙ্গিবাদ সমর্থিত সমন্বয়ক চক্র ও উপদেষ্টা পরিষদ বিগত স্বৈরাচারী সরকারের চেয়েও মারাত্মকভাবে আইন-আদালত-প্রশাসন সবকিছু দলীয়করণ করে তাদের দলের বাইরের মানুষকে চাকরিচ্যুত করে জনজীবন মারাত্মক সংকটাপন্ন করে তুলছে। তারা জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে নব্য স্বৈরাচার ও নব্য ফ্যাসিবাদ হিসেবে আবির্ভূত হয়েছে। মানুষের জীবন, দ্বীন, রাষ্ট্র, গণতন্ত্র ও স্বাধীনতা বাঁচাতে হলে ক্ষমতাসীন অবৈধ চক্র ও অন্তর্বর্তী সরকার ভেঙ্গে দিয়ে রাষ্ট্রপতি ও সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন দিতে হবে বলে জানান তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App