গাজীপুরে বাসদের সমাবেশে হামলার প্রতিবাদ বাম গণতান্ত্রিক জোটের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম

গাজীপুর চৌরাস্তায় বাসদের অনুষ্ঠানের মঞ্চে হামলার প্রতিবাদ বাম গণতান্ত্রিক জোটের। ছবি: সংগৃহীত
গাজীপুরে বাসদের সমাবেশে হামলার প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এক বিবৃতিতে গাজীপুরে বাসদের সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার (২৩ নভেম্বর) বামজোটের সমন্বয়ক ও বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আবদুল আলী যৌথ বিবৃতিতে বলেন, গত ২২ নভেম্বর (শুক্রবার) বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকীতে গাজীপুরের চৌরাস্তায় সমাবেশ শুরু আগে স্থানীয় বিএনপি নেতা মোবারকের নেতৃত্বে এক দল সন্ত্রাসী হামলা করে সমাবেশ মঞ্চ ও চেয়ার ভাংচুর করে। নেতারা সমাবেশে হামলাকারীদের অবিলম্ব গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
আরো পড়ুন: এক বছরের মধ্যে নির্বাচন চায় ৬১ শতাংশ মানুষ: জরিপ
বাম জোটের নেতারা বলেন, গত কিছুদিন আগেও বামজোট, সিপিবি, ছাত্র ইউনিয়নের সমাবেশে যথাক্রমে শরীয়তপুর, তেতুলিয়া ও জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াতের লোকজনের নামে হামলার ঘটনা ঘটেছে। এইসব হামলার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নেতারা দেশের আপামর জনগণকে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খার পরিপন্থী যে কোনো ঘটনার বিরুদ্ধে সোচ্চার থেকে একটা পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রের লড়াইকে এগিয়ে নেবার আহ্বান জানান।
আগামী ২৬ নভেম্বর হামলার প্রতিবাদে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সারাদেশের সঙ্গে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৩ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বামজোট ও শরিক দলগুলো।