×

অন্যান্য

পঁচাত্তরের বাকশাল তৈরির সংবিধান বদলাতে হবে: জোনায়েদ সাকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩০ পিএম

পঁচাত্তরের বাকশাল তৈরির সংবিধান বদলাতে হবে: জোনায়েদ সাকি

শনিবার দুপুরে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত

   

সংবিধান বদলানোর আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, বাহাত্তরের সংবিধানে জনআকাঙ্ক্ষা উপেক্ষিত হয়। ক্ষমতা কাঠামো পাকাপোক্ত করতেই সেটি তৈরি করা হয়েছিল। পঁচাত্তরের বাকশাল ছিল সেই সংবিধানের স্বৈরাচারী ক্ষমতাকাঠামোর ধারাবাহিকতা। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপে তিনি এসব কথা বলেন। 

জোনায়েদ সাকি বলেন, এ রাষ্ট্রব্যবস্থা একটি ফ্যাসিস্ট ব্যবস্থা, সংবিধানকে ফ্যাসিস্ট-কর্তৃত্ববাদী শাসনের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। সেই ধারাবাহিকতায় ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে বাকশাল ২.০ তৈরি করে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণতন্ত্রের মোড়কে বাকশাল চালানোর কৌশল এঁটেছিলেন। 

তিনি বলেন, পুলিশকে ঢেকে ফেলা হয়েছিল ঘুষ-দুর্নীতি দিয়ে। এ বাহিনীর সদস্যরা সেবা দেয়ার পরিবর্তে বাণিজ্য করতেন, আয় কমে গেলে নিরীহ নাগরিকদের পকেটে মাদক ঢুকিয়ে চাঁদাচাজি করতেন, মামলা দিতেন। এভাবে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ও বাহিনী ধ্বংস করেছিল পতিত সরকার। এগুলো বদলাতে হবে, সংস্কার করতে হবে। দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। এমন নির্বাচন ব্যবস্থা তৈরি করতে হবে যেন আর কেউ ভোটাধিকার কেড়ে নিতে না পারে। 

আরো পড়ুন: গাজীপুরে বাসদের সমাবেশে হামলার প্রতিবাদ বাম গণতান্ত্রিক জোটের

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু বলেন, সাড়ে ১৫ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনা। লুটপাটের মাধ্যমে অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা পঙ্গু করে দিয়েছেন। লাখো কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সেই রাষ্ট্রব্যবস্থা বদলাতে হবে। ক্ষমতায় গিয়ে কেউ যেন আবারো স্বৈরাচারী হয়ে না ওঠে, সে সুযোগ বন্ধ করতে হবে।

গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার সংগঠক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় গণসংলাপে আরো বক্তব্য দেন- জেলার সদস্য সচিব জুয়েল রানা, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, ইতিহাসবিদ মাহবুব সিদ্দিকী, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী, ছাত্র ফেডারেশন রাবি শাখার যুগ্ম আহ্বায়ক আযাদ রহমান প্রমুখ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App