×

অন্যান্য

সংবিধান সংস্কারে গঠিত কমিশনে সিপিবির ১০ প্রস্তাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

সংবিধান সংস্কারে গঠিত কমিশনে সিপিবির ১০ প্রস্তাব

ছবি: সংগৃহীত

   

সংবিধান সংস্কারে গঠিত কমিশনের কাছে চারমূলনীতি বহাল রাখাসহ ১০টি প্রধান প্রস্তাব লিখিত আকারে পাঠিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার (৯ ডিসেম্বর) সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়। 

সিপিবির পাঠানো প্রস্তবনায় বলা হয়েছে, সংবিধানের অসম্পূর্ণতা দূর করার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের অঙ্গীকার অবলম্বন করে ১৯৭২-এ প্রণীত সংবিধানের মূলভিত্তি অর্থাৎ চার মূলনীতি- (জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা) ঠিক রেখে প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে সংবিধানের ত্রুটি, দুর্বলতা ও অসম্পূর্ণতা দূর করে সংবিধানের পূর্ণতা আনার জন্য সিপিবি এ প্রস্তাব করেছে।

আরো পড়ুন: বিএনপি ও কাদের সিদ্দিকীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

এসব প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য: সংবিধানের মূলনীতির ক্ষেত্রে আদিবিধানের ৪-নীতি বহাল রাখা, সংবিধানে আদিবাসীসহ অন্যান্য জাতিসত্তার স্বীকৃতি দেয়া, জীবনধারণের মৌলিক উপকরণের নিশ্চয়তা দেয়াকে মৌলিক অধিকার হিসেবে স্বীকার করে নিয়ে তার দায়িত্ব রাষ্ট্রের নেয়া এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা। 

প্রস্তাবনায় আরো বলা হয়েছে, দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার পুনঃপ্রবর্তন, আর্থিক ক্ষমতার নিশ্চয়তাসহ স্থানীয় সরকারের প্রকৃত ও পূর্ণ ক্ষমতায়ন ও রাষ্ট্র প্রশাসনের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ করা, বরাদ্দ ও কাজ সুনির্দিষ্ট করা, নারী আসনের সংখ্যা বাড়ানো, সরাসরি ভোটের ব্যবস্থা করা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তন করা, এটি না হওয়া পর্যন্ত ‘না’ ভোট ও প্রতিনিধি প্রত্যাহার (রাইট টু রিকল) ব্যবস্থা প্রবর্তন করা এবং বিশেষ ক্ষমতা আইনসহ কালাকানুন বাতিল করা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App