×

রাজনীতি

তারেক রহমানের সঙ্গে লন্ডনে খন্দকার মোশাররফের সাক্ষাৎ, যেসব আলোচনা হলো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৫:৪৯ পিএম

তারেক রহমানের সঙ্গে লন্ডনে খন্দকার মোশাররফের সাক্ষাৎ, যেসব আলোচনা হলো

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ড. খন্দকার মোশাররফ ও তার ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

দীর্ঘদিন পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে ড. খন্দকার মোশাররফ বলেন, বহুদিন পর উনার (তারেক রহমান) সঙ্গে প্রাণখোলা আলোচনা হয়েছে। এ অনুভূতি অতুলনীয়।

তিনি বলেন, সপ্তাহে এক/দুই দিন দলের বৈঠক ও কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি দেখা হয়, কথা হয়। তারেক রহমানের সঙ্গে সামনা-সামনি দেখা হয়েছিল সেই ২০০৮ সালে। তখন আমাদের একই দিনে গ্রেফতার করা হয়েছিল। জেলে এক মাস আমরা একসঙ্গে ছিলাম। এরপর তো উনি লন্ডন চলে গেলেন, বহুদিন আর দেখা হয়নি তার সঙ্গে।

ড. খন্দকার মোশাররফ বলেন, অনেক বছর পর গতকাল যখন দেখা হলো, অনেক দিনের জমানো গল্প হলো, রাজনৈতিক আলোচনা হলো, মনটা ভীষণ হালকা লাগছে। আমি বাংলাদেশের কল্যাণের জন্য আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।

তারেক রহমান দেশে ফিরবেন কবে, সে বিষয়ে কিছু বলেছেন কি-না— তা জানতে চাইলে ড. খন্দকার মোশাররফ বলেন, হ্যাঁ, উনি বলেছেন শিগগিরই দেশে ফিরবেন। তবে দিন-তারিখ এখনো ঠিক করেননি।

চিকিৎসার শেষে বুধবার (২৭ আগস্ট) রওয়ানা করে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশে ফিরবেন বলে জানান ড. মোশাররফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফজলুর রহমানের সব পদ ৩ মাসের জন্য স্থগিত করলো বিএনপি

ফজলুর রহমানের সব পদ ৩ মাসের জন্য স্থগিত করলো বিএনপি

যারা নির্বাচনবিরোধী কথা বলবে, রাজনীতির মাঠ থেকে বাদ পড়বে তারা

সালাহউদ্দিন আহমদের মন্তব্য যারা নির্বাচনবিরোধী কথা বলবে, রাজনীতির মাঠ থেকে বাদ পড়বে তারা

ডাকসু নির্বাচন: চূড়ান্ত মনোনয়ন পেলেন ৪৭১ প্রার্থী, লড়বেন ২৮ পদে

ডাকসু নির্বাচন: চূড়ান্ত মনোনয়ন পেলেন ৪৭১ প্রার্থী, লড়বেন ২৮ পদে

অভিনেত্রী হিমুকে আত্মহত্যায় প্ররোচনা: রাফির বিচার শুরু

অভিনেত্রী হিমুকে আত্মহত্যায় প্ররোচনা: রাফির বিচার শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App