সংঘটিত হচ্ছে ‘আওয়ামী লীগ’, আটক ২৪৪: ডিএমপি

বিবিসি বাংলা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম

আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কর্মীরা মিছিলের চেষ্টা করে বলে জানায় ডিএমপি। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের নাম উল্লেখ না করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে তারা সংঘটিত হচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, আস্তে আস্তে তারা সাহস সঞ্চার করছে। মিছিলের উপস্থিতির সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। ওরা ১৭ বছর ক্ষমতায় ছিল। তাদের বিরাট জনগোষ্ঠী সমর্থক আছে। ওদের এক শতাংশ হয়তো বাইরে। বাকিরা দেশে আছে। পুলিশ সক্রিয় আছে বলেই তাদের অপতৎপরতা রোধ করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ২৪৪ জনকে ঢাকার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৬০টি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। আমাদের যে তথ্য আজকের বেশিরভাগ লোকজন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জ থেকে আসছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও বলেন, বিভিন্ন ফ্ল্যাট, আবাসিক হোটেল ও ছাত্রাবাসে 'নিষিদ্ধ সংগঠনের লোকজন' জমায়েত থাকলে বা অপতৎপরতা করলে পুলিশকে জানালে ব্যবস্থা নেয়া হবে।