×

রাজশাহী

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পিএম

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ছবি : প্রতীকী

ঈশ্বরদীতে ইটভাটার জন্য মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতা বীরু মোল্লাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের একটি গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ছেলে রাজিব জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোরপূর্বক বীরু মোল্লার জমি থেকে ইটভাটার জন্য মাটি কাটে। এ নিয়ে বুধবার সকালে বীরু মোল্লা বিষয়টি জহুরুল মোল্লার কাছে জানতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে জহুরুল ও তার ছেলে অবৈধ অস্ত্র দিয়ে বীরু মোল্লার মাথায় গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় বীরু মোল্লা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বীরু মোল্লা ও অভিযুক্ত জহুরুল মোল্লা আপন চাচাতো ভাই।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন বলেন, আমাদের একজন নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এটি কোনো দলীয় বিরোধ নয়, পারিবারিক বিরোধের জেরেই ঘটেছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান গণমাধ্যমকে বলেন, বীরু মোল্লা নামে এক বিএনপি নেতা নিহত হয়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপের আগে সুসংবাদ পেলো দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের আগে সুসংবাদ পেলো দক্ষিণ আফ্রিকা

নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : নাহিদ ইসলাম

নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : নাহিদ ইসলাম

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

শতকোটি ডলারের মার্কিন অস্ত্র কিনছে ইসরায়েল ও সৌদি

শতকোটি ডলারের মার্কিন অস্ত্র কিনছে ইসরায়েল ও সৌদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App