×

রাজস্ব

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্যাট পর্যালোচনা করছে অন্তর্বর্তী সরকার: ড. সালেহউদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্যাট পর্যালোচনা করছে অন্তর্বর্তী সরকার: ড. সালেহউদ্দিন

ছবি: সংগৃহীত

   

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সাধারন মানুষের ওপর প্রভাব ফেলে এমন কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ওষুধ ও রেস্তোরাঁর মতো খাতে সম্প্রতি বৃদ্ধি করা ভ্যাটের হার পর্যালোচনা করছে সরকার।

তিনি বলেন, সরকার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার(আইএসপি), ফোন, আমদানি করা বিদেশী জুসের মতো কিছু পণ্যের উপর ভ্যাট বৃদ্ধি করেছে যা খুব বেশি লোক কেনে না এবং এগুলোর তেমন প্রভাব পড়ে না। তা সত্ত্বেও, সরকার আজ পর্যালোচনা এবং কিছু পণ্যের ওপর বিষয়টি পুনর্বিবেচনা করছে। চূড়ান্ত হওয়ার পরে এটি জনসমক্ষে প্রকাশ করা হবে।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সভাপতিত্ব শেষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)  সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ভ্যাটের কারণে মূল্যের উপর কিছুটা প্রভাব পড়েছে, তবে সামগ্রিকভাবে এটি সরবরাহ ব্যবস্থায় কারসাজির কারণে হয়েছে।

অর্থ উপদেষ্টা আরো বলেন, আমরা ওষুধ, রেস্তোরাঁর মতো কিছু প্রয়োজনীয় পন্যের পাশাপাশি অন্যান্য জিনিসের ওপর ভ্যাট আবার পর্যালোচনা করবো। সামগ্রিকভাবে সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলতে পারে এমন মৌলিক প্রয়োজনীয় জিনিসের ওপর ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পোশাকের ওপর আরোপিত ভ্যাটও পর্যালোচনা করা হবে। সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) বোর্ড অফ গভর্নস সভায় তার সাম্প্রতিক অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সাধারণত আইএসডিবি জ্বালানি তেল এবং গ্যাস ক্রয়ে বাংলাদেশকে সহায়তা করে।

তিনি বলেন, আমরা সার ক্রয়েও বাংলাদেশকে তাদের সহায়তা করার প্রস্তাব দিয়েছি। তারা নীতিগতভাবে একমত হয়েছে এবং আমরা আরো আলোচনা করবো, আমি প্রস্তাব করেছি এবং আইএসডিবি কর্মকর্তারা আমার সঙ্গে একমত হয়েছেন। এই বিষয়ে আরো আলোচনা হবে।

অনেক পণ্যের ওপর ভ্যাট আরোপের প্রভাব সম্পর্কে আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের পক্ষে সবকিছু দেখাশোনা করা সম্ভব নয়। তিনি আরো বলেন, আমরা কিছু জিনিসের ওপর কিছুটা হলেও ভ্যাট  কমিয়ে আনবো।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি মোবাইল ফোন ব্যবহার, ইন্টারনেট, টিস্যু, আঙ্গুর, আপেল, তরমুজ, তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি, এলপি গ্যাস, চশমা এবং হোটেলের ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্কের নতুন হার কার্যকর করার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App