×

দক্ষিণ আমেরিকা

মেক্সিকান আমেরিকা নামকরণে মেক্সিকো প্রেসিডেন্টের রসিক প্রস্তাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম

মেক্সিকান আমেরিকা নামকরণে মেক্সিকো প্রেসিডেন্টের রসিক প্রস্তাব

ছবি : সংগৃহীত

   

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম রসিকতাচ্ছলে পুরো উত্তর আমেরিকা মহাদেশের নাম পরিবর্তন করে ‘মেক্সিকান আমেরিকা’ রাখার পরামর্শ দিয়েছেন। এটি ছিল সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া। বুধবার (৮ জানুয়ারি) গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার ট্রাম্পের প্রস্তাবের প্রেক্ষিতে শেইনবম এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

সংবাদ সম্মেলনে শেইনবম ১৬০৭ সালের একটি প্রাচীন মানচিত্র তুলে ধরে বলেন, মেক্সিকান আমেরিকা নামটি বেশ চমৎকার। তিনি মজা করে আরো উল্লেখ করেন, এই নাম সপ্তদশ শতাব্দী থেকেই প্রচলিত ছিল। তার সঙ্গে ছিলেন মেক্সিকোর সাবেক সংস্কৃতিমন্ত্রী আলফনসো সুয়ারেজ দেল রিয়াল, যিনি মানচিত্রটি দেখিয়ে বলেন, সেই সময় আমেরিকার উত্তরাঞ্চল মেক্সিকান আমেরিকা নামেই পরিচিত ছিল।

ট্রাম্প সম্প্রতি গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের পাশাপাশি পানামা খাল ও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার ইঙ্গিত দিয়েছেন। এসব মন্তব্যের জবাবে শেইনবম এই কৌতুকপূর্ণ প্রস্তাব দেন। তবে, তিনি স্পষ্ট করেছেন, ট্রাম্পের কথা বলার ভঙ্গি নিয়ে তার মতভেদ থাকতে পারে, তবু তিনি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে সম্পর্ক উষ্ণ থাকবে বলে আশা করেন। 

ট্রাম্পের মন্তব্যে জবাব দেয়ার প্রস্তুতি নিয়েই এসেছিলাম, উল্লেখ করেন শেইনবম। তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশাবাদ স্পষ্ট ছিল। 

এই রসিকতার মাধ্যমে শেইনবম ট্রাম্পের প্রস্তাবকে কৌশলে প্রত্যাখ্যান করেছেন, তবে দুই দেশের সম্পর্ককে গুরুত্ব দিয়ে নিজের ইতিবাচক অবস্থানও প্রকাশ করেছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App