আর্জেন্টিনার দুই প্রতিপক্ষ চূড়ান্ত, কবে-কখন খেলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম

ছবি: সংগৃহীত
আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ২০২৬ সালের জুনে বিশ্বকাপ শুরুর আগে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই তাদের। তবে এর আগে বেশ কিছু প্রীতি ম্যাচ খেলবে সব দল। সে অনুযায়ী সূচি চূড়ান্ত করেছে লাতিন পরাশক্তি। আসছে অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
যার প্রথমটিতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। এ নিয়ে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দলটির বিপক্ষে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে তাদের প্রতিপক্ষ পুয়ের্তোরিকো। বিশ্বকাপ ভেন্যু যুক্তরাষ্ট্রে ম্যাচ দুটি খেলবে লিওনেল স্কালোনির দল।
গত শুক্রবার (৫ আগস্ট) বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ গোলে জয় পায় তারা।
আসন্ন অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রথম দিকে আর্জেন্টিনার চীন সফরের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এরপর মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জেগেছিল। কিন্তু দলটির সঙ্গে চুক্তিগত সমস্যার কারণে সেটি সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতেই প্রতিপক্ষ হিসেবে ভেনেজুয়েলা ও পুয়ের্তোরিকোকে বেছে নিলো তারা।
দুই প্রীতি ম্যাচের সূচিও নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ১০ অক্টোবর, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এই ভেন্যুতেই ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জিতেছিল তারা।
আর দ্বিতীয় ম্যাচ হবে ১৩ অক্টোবর, শিকাগোর সোলজার ফিল্ডে। সেই ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে পুয়ের্তোরিকোর। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ১৫৭তম। এরপর নভেম্বরে আফ্রিকা ও এশিয়া সফর করবে লিওনেল মেসিরা। আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে লুয়ান্ডা (অ্যাঙ্গোলার রাজধানী) এবং কেরালায় (ভারত) ম্যাচ খেলবে তারা। তবে এই দুই ম্যাচের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।