×

খেলা

নেপাল থেকে নিরাপদে দেশে ফিরলেন ফুটবলাররা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

নেপাল থেকে নিরাপদে দেশে ফিরলেন ফুটবলাররা

নেপাল থেকে নিরাপদে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের ফুটবলার, কোচ ও স্টাফরা। ছবি: সংগৃহীত

নেপাল থেকে নিরাপদে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি কুর্মিটোলার বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) আন্তর্জাতিক বিরতিতে নেপালে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। প্রথম ম্যাচটি গোল শূন্য সমতায় শেষ হয়। পরে নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচ বাতিল করা হয়। দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশে ফিরতে পারছিলেন না জামাল ভূঁইয়ারা। স্থানীয় হোটেলে আটকা ছিলেন তারা।

বাংলাদেশ ও নেপাল ফুটবল দলের অবস্থানরত হোটেলের সামনে বিক্ষোভ কর্মসূচি ও অগ্নিসংযোগ করা হয়। এমনকি নেপালের পলাতক নেতারা ওই হোটেলে অবস্থান করছেন ভেবে গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এতে আতঙ্কিত হয়ে পড়েন ফুটবলার ও স্টাফরা। 

বুধবার (১০ সেপ্টেম্বর) পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় অন্তর্বর্তী সরকার এবং বিমান বাহিনীর সহায়তায় তাদের দেশে আনা হলো। এদিন থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সচল হয়েছিল। সকালে সেখানে পৌছে ঢাকার উদ্দেশ্যে রওনা হন খেলোয়াড় ও স্টাফরা। 

ফুটবলার, স্টাফ ও সাংবাদিকদের নিরাপদে বিমানে ওঠা নিশ্চিত করতে নেপালে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাফুফে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।  প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুরোধে খেলোয়াড়দের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয় বিমান বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদলের পর জাকসু নির্বাচন বর্জন করলো আরো চার প্যানেল

ছাত্রদলের পর জাকসু নির্বাচন বর্জন করলো আরো চার প্যানেল

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নেপাল থেকে নিরাপদে দেশে ফিরলেন ফুটবলাররা

নেপাল থেকে নিরাপদে দেশে ফিরলেন ফুটবলাররা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App