×

খেলা

৪ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন, নেতৃত্বে জাকের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম

৪ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন, নেতৃত্বে জাকের

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। টুর্নামেন্টে এখনো অপরাজিত টিম ইন্ডিয়া। দুর্দান্ত ফর্মে রয়েছে সূর্যকুমার যাদবের দল। এ ম্যাচে জিতলেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে তারা। বাংলাদেশও চায় দৌড়ে টিকে থাকতে। ফলে ম্যাচটি টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ। 

এমন আবহে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ।  এ ম্যাচে নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই নামতে হয়েছে টাইগারদের। ইনজুরিতে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী।

টস জিতে ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, আমরা আগে বোলিং করতে চাই। অনুশীলনের সময় আমাদের একজন খেলোয়াড় (লিটন দাস) চোট পেয়েছেন। তাই দুর্ভাগ্যবশত তিনি এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না। (অধিনায়ক হিসেবে খেলতে নেমে) আমি উচ্ছ্বসিত এবং এই ম্যাচের জন্য মুখিয়ে আছি। দল হিসেবে আমরা খুব ভালো খেলছি এবং সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। উইকেট ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো মনে হচ্ছে। আমরা দলে চারটি পরিবর্তন এনেছি।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার বলেন, আমরা যা করছি তাতে খুশি। শেষ ৪-৫ ম্যাচে আমরা যা চেয়েছিলাম তা পেয়েছি এবং ব্যাটিং শুরু করতে পেরে আমরা খুশি। আমাদের শুধু ভালো জিনিসগুলো অনুসরণ করতে হবে। ফলাফল নিজে থেকেই আসবে। ছেলেরা নিজেদের কাজ করেছে, খেলায় এমনটিই স্বাভাবিক।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি (অধিনায়ক/উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ

অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংঘটিত হচ্ছে ‘আওয়ামী লীগ’, আটক ২৪৪: ডিএমপি

সংঘটিত হচ্ছে ‘আওয়ামী লীগ’, আটক ২৪৪: ডিএমপি

৪ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন, নেতৃত্বে জাকের

৪ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন, নেতৃত্বে জাকের

১৩৩ ধাপ উন্নতি সাইফের, শীর্ষ দশে মুস্তাফিজ

১৩৩ ধাপ উন্নতি সাইফের, শীর্ষ দশে মুস্তাফিজ

জাতিসংঘে প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক, যেসব আলাপ হলো

জাতিসংঘে প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক, যেসব আলাপ হলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App