×

খেলা

এশিয়া কাপ

ফাইনালে ওঠার লড়াই: পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

ফাইনালে ওঠার লড়াই: পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের ক্ষত না শুকাতেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ। ইতোমধ্যে এশিয়া কাপের সুপার ফোরে এ ম্যাচ অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে। যারা জিতবে তারাই ফাইনালে উঠবে। আর হারলে বেজে যাবে বিদায় ঘণ্টা। 

এমন সমীকরণে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।  সেটি সরাসরি সম্প্রচার করবে টি- স্পোর্টস ও নাগরিক টিভি।

ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে দুই দলই নিজেদের সেরা দল নিয়ে নামবে। বাংলাদেশ একাদশে ফেরার ভালো সম্ভাবনা আছে নিয়মিত অধিনায়ক লিটন দাসের। চোটে পড়ায় ভারতের বিপক্ষে খেলতে পারেননি তিনি। লিটন ফিরলে বাদ পড়তে পারেন তানজিদ হাসান তামিম কিংবা পারভেজ হোসেন ইমন। এছাড়া একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসান। ফলে ছিটকে পড়তে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন ও নাসুম আহমেদ।

মিডলঅর্ডারে পরিবর্তন না আসার সম্ভাবনায় বেশি। তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী ও জাকের আলি অনিকদের খেলা অনেকটাই নিশ্চিত। এছাড়া টেলএন্ডারে শেখ মেহেদী ও রিশাদ হোসেনদের পাশাপাশি পেস বিভাগে তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগ দিতে পারেন তাসকিন আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম/পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের বিপক্ষেও নেই লিটন, ৩ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষেও নেই লিটন, ৩ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নির্বাচন কমিশন কারও কথায় চলে না

শাপলা প্রতীক প্রসঙ্গে সিইসি নির্বাচন কমিশন কারও কথায় চলে না

ফাইনালে ওঠার লড়াই: পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

এশিয়া কাপ ফাইনালে ওঠার লড়াই: পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

হারিস-ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ ভারতের

মাঠে ছাড়িয়েছিল সীমা হারিস-ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ ভারতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App