
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ০১:২৫ পিএম
আরো পড়ুন
শাওমির ৮ জিবি র্যামের ডিএসএলআর ফোন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০১৮, ১১:২২ এএম

দুর্দান্ত ক্যামেরার একটি ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। এটি মি মিক্স টু এস। এই ফোনটিতে ডিএসএলআর ক্যামেরার মত বেশ কয়েকটি মোড রয়েছে। এর মধ্যে আছে পোট্রেট মোড এবং স্লো মোশন ফিচার। এছাড়াও এতে ১০৮০ পিক্সেলের ভিডিও করা যাবে।
শাওমির আপকামিং এই ফোনটিতে ৬ ইঞ্চির ডিসপ্লে থাকছে। ডিসপ্লের রেজুলেশন ২১৬০x ১০৮০ পিক্সেল। ৮ জিবির র্যামের এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ব্যবহৃত হচ্ছে। স্টোরেজ থাকছে ২৫৬ জিবি রম।
অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোনটিতে শাওমির নিউজ ইউজার ইন্টারফেস মিইআই নাইন থাকছে।
মি মিক্স টু এস ফোনটিতে ১২ মেগাপিক্সেলের দুইটি রিয়ার ক্যামেরা থাকবে। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

দুর্দান্ত ক্যামেরার একটি ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। এটি মি মিক্স টু এস। এই ফোনটিতে ডিএসএলআর ক্যামেরার মত বেশ কয়েকটি মোড রয়েছে। এর মধ্যে আছে পোট্রেট মোড এবং স্লো মোশন ফিচার। এছাড়াও এতে ১০৮০ পিক্সেলের ভিডিও করা যাবে।
শাওমির আপকামিং এই ফোনটিতে ৬ ইঞ্চির ডিসপ্লে থাকছে। ডিসপ্লের রেজুলেশন ২১৬০x ১০৮০ পিক্সেল। ৮ জিবির র্যামের এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ব্যবহৃত হচ্ছে। স্টোরেজ থাকছে ২৫৬ জিবি রম।
অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোনটিতে শাওমির নিউজ ইউজার ইন্টারফেস মিইআই নাইন থাকছে।
মি মিক্স টু এস ফোনটিতে ১২ মেগাপিক্সেলের দুইটি রিয়ার ক্যামেরা থাকবে। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।