×

সারাদেশ

রাউজানে চাঁদা না দেয়ায় সেতুর নির্মাণকাজ বন্ধ

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাউজানে চাঁদা না দেয়ায় সেতুর নির্মাণকাজ বন্ধ
   

এম রমজান আলী, রাউজান (চট্টগ্রাম) থেকে : চট্টগ্রামের রাউজানে চাঁদাবাজিতে পৌনে ১৫ কোটি টাকার সেতু নির্মাণকাজ বন্ধের অভিযোগ ওঠেছে। উপজেলার রাউজান-নোয়াপাড়া সংযুক্ত (সেকশন-১) সড়কের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই ও কাগতিয়া খালের উপর সেতু নির্মাণ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এতে ব্যয় ধরা হয় ১৪ কোটি ৬৯ লাখ টাকা। ব্রিজসহ ১৪ কিলোমিটার সড়কে প্রথম পর্যায়ে ১৮০ ফুট দৈর্ঘ্য ও ৩৪ ফুট প্রস্থের সেতু নির্মাণ শুরু হয়। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো নির্মাণকাজ দৃশ্যমান হয়নি।

সেতু নির্মাণকাজে নিয়োজিত ট্রেড লিংকের ম্যানেজার মো. রুহুল আমীন বলেন, গত ৩১ ডিসেম্বর ১০-১২ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত হামলা করে কাজ বন্ধ রাখতে বলেছে। চাঁদা না দেয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেছিল। কিন্তু আমি স্থানীয় না হওয়ায় কাউকে চিনতে পারি নাই। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পক্ষের কাছে চাঁদা দাবি করার কথা জানালে টাকার অঙ্ক জানাতে পারেননি তিনি।

চাঁদা না দেয়ায় কাজ বন্ধ করার কৌশল হিসেবে ঠিকাদার প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের না জানিয়ে গত সোমবার হালদা নদীর সøুইসে গেটের পানি ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তবে পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সচিব আবু মোহাম্মদ সায়েম চৌধুরীর দাবি, কৃষককের চাষাবাদের জন্য সøুইস গেটের পানি ছাড়া হয়েছে। সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, সেতুর নির্মাণকাজ বন্ধ, সেতু নির্মাণের বিভিন্ন যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী পানিতে ডুবে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারসহ কয়েকজন নির্মাণ শ্রমিক দাঁড়িয়ে আছেন।

আজম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে কাজ বন্ধ করে দেয়। বিষয়টি আমরা র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থল পরির্দশন করেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তারের তথ্য পায়নি। চাঁদা না পেয়ে সøুইস গেটের পানি ছেড়ে দেয়া হয়েছে। এতে কয়েক লাক টাকার বালু ভেসে গেছে, যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী পানির নিচে তলিয়ে গেছে। তিনি আরো বলেন, শুনেছি, সন্ত্রাসীরা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ব্রিজ নির্মাণ ব্যয়ের ১৫ শতাংশ চাঁদা দাবি করেছে। তার বক্তব্যের সূূত্র ধরে হিসাব করলে দাবিকৃত চাঁদার অঙ্ক দাঁড়ায় ২ কোটি ২০ লাখ ৩৫ হাজার টাকা।

সওজের রাউজান শাখার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন, চাঁদাবাজির বিষয়ে আমাদের কেউ জানায়নি। তিনি কাজ চলছে দাবি করলেও সরজমিন পরিদর্শনের চিত্র সম্পর্কে ধারণা দিলে বলেন, কাজ বন্ধ থাকার বিষয়ে ঠিকাদার সংশ্লিষ্টরা আমাদের অবহিত করেনি। শেষ হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। তবে মেয়াদ বাড়লেও ব্যয় বাড়বে না বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অংছিং মারমা বলেন, আমি গত ৫ জানুয়ারি এখানে যোগদান করেছি। তিনি আরো বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমাকে সড়ক ও জনপথ বিভাগ বা ঠিকাদারি প্রতিষ্ঠান অথবা স্থানীয় বাসিন্দাদের কেউ আমাদের জানায়নি। আমি সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, যদি কেউ চাঁদা দাবি করে থাকে তাহলে ঠিকাদার আমাদের জানাবে না? এমন প্রশ্ন রেখে তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমাদের কেউ জানায়নি। তবে টেকনিক্যাল কারণে কাজ ধীর গতিতে চলছে। তাছাড়া প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। তবে প্রকল্পের মেয়াদ বাড়লে ব্যয় বাড়বে কিনা- তা জানাতে পারেননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App