×

মেলা

সাবিনা ইয়াসমিন

আমাদের গানের রসায়ন শ্রোতারা পছন্দ করেছে হ

Icon

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমাদের গানের রসায়ন শ্রোতারা পছন্দ করেছে হ
   

বুলবুলের সঙ্গে আমার পরিচয় ১৯৭৭ কিংবা ১৯৭৮-এর দিকে। তখন সে গিটারিস্ট ছিল, খুব ভালো গিটার বাজাত। একদিন আমাকে বলল, ‘আপা, আমি কিছু গানের সুর করেছি, আপনি যদি একটু শুনতেন?’ তখন আমি তার কথায় বিশেষ আমল দিইনি। আমি চিন্তা করলাম, এত কম বয়সি একটা ছেলে; সে আর কী এমন সুর করবে! কারণ তখন আমরা গান করতাম সত্য সাহা, সুবল দাস, আলী হোসেন, খন্দকার নূরুল আলম, আতা ভাই, আজাদ রহমান; তাদের মতো গুণী সুরকারদের। কিন্তু কিছুদিন পরপরই বুলবুল আমাকে বলে, ‘একটু শুনেন, একটু শুনেন! যদি একটু শুনতেন’। তারপর একদিন তাকে বললাম, ‘আচ্ছা ঠিক আছে, তাহলে একদিন বাসায় এসে কিছু গান শোনাও।’ প্রথমদিন সে আমাকে দেশের গান শুনাল কিছু। তার মধ্যে ‘মাঝি নাও ছাইড়া দে’, ‘ও আমার আট কোটি ফুল’সহ আরো কিছু গান ছিল। ও যখন শুনাল তখন আমি এত অবাক হলাম যে, দেশের গানও এই রকম হতে পারে! এতদিন তো দেশের গানে আমি শুনতাম আমার দেশের মাটি, আকাশ-বাতাস-ফুল-পাখি ইত্যাদি। এই সব নিয়েই এক সময় আমরা গান করতাম। কিন্তু দেশের গানে এত সুন্দর কথা, অন্যরকম প্রতিটা লিরিক। একেকটা গান শুনছি যেন আমার চোখের সামনে একেকটা দৃশ্য ভেসে উঠছে। তখন তার গান শুনে আমি অবাক। তারপর আমি বললাম, ‘ঠিক আছে, আমি গাইব তোমার গান’। তখন বিটিভিতে ৬টি গান নিয়ে একটি অনুষ্ঠান করলাম। সেখানে দেশাত্মবোধক গানের পাশাপাশি ‘একটা লাল গোলাপ আমায় দাও না’, ‘দূর থেকে দূরে’ এই আধুনিক গান দুটিও ছিল। গানগুলো করার পর প্রোগ্রাম তো হিট হয়ে গেল। গানগুলো মানুষ খুবই পছন্দ করল। তারপর থেকে বুলবুলের সঙ্গে একটার পর একটা গান বা অ্যালবামে কাজ করা শুরু হলো। তার সুরে অনেক গান নিয়েই বিটিভিতে আমরা বেশকিছু প্রোগ্রাম করেছি। তারপর আশি সালের দিকে নজরুল ইসলাম বাবুর কথায় বুলবুলের সুরে করলাম ‘সব ক’টা জানালা খুলে দাও না’। এই গানের কথা শুনে আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। বললাম, এই গান তো আমি করবই। এ ছাড়া এই গানের সঙ্গে আরো কিছু গান ছিল। এর মধ্যে বীরাঙ্গনা একটা মেয়েকে নিয়ে গাওয়া ‘ওকে আর করলো না কেউ বিয়ে’ এই গানটিও ছিল। এই গানগুলো নিয়ে যখন বিটিভিতে প্রোগ্রাম করলাম, তখন ‘সব ক’টা জানালা খুলে দাও না’ মানুষ খুবই পছন্দ করল। আর আমি তো অবাক হয়েছি দেশের গান এ রকম কীভাবে হতে পারে! এই ধরনের লিরিকে গান তো একেবারেই নতুন ধরনের। তারপর ‘সেই রেল লাইনের ধারে’, ‘একদিন ঘুম ভেঙে দেখি তুমি নেই’ এই গানগুলো করি। এই সবগুলো গানের কথা বুলবুলের না হলেও সুরগুলো বুলবুলের। পরবর্তীতে বুলবুল চলচ্চিত্রে গানের কাজ শুরু করল। বেলাল আহমেদ পরিচালিত ‘নাগর দোলা’। সেই ছবিতে দুটি গান করলাম। ‘অন্তর আমার করলাম নোঙর’, আরো একটি গান ছিল। গান দুটি বেলাল আহমেদ খুব পছন্দ করেছিলেন। গান দুটি করে আমারও খুব ভালো লেগেছিল। এক পর্যায়ে আমার আর বুলবুলের রসায়নটা এমন ছিল যে তার সুরে যে গানই গেয়েছি সেই গানই হিট। তারপর বুলবুল অসংখ্য সিনেমায় কাজ করেছে। আমিও তার সঙ্গে অসংখ্য গান করেছি। তার গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। সব গানের কথা এখনো আমার স্মৃতিতে আছে। স্মৃতিতে আছে বুলবুলও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App