×

যুক্তরাজ্য

ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন রুশনারা আলী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৮:৫১ এএম

ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন রুশনারা আলী

রুশনারা আলী

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক রুশনারা আলী শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছেড়ে দিলেন। 

নিজের বাড়ি নিয়ে এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে তাকে এই পদত্যাগ করতে হয়েছে। সম্প্রতি পূর্ব লন্ডনের একটি বাড়ি থেকে চারজন ভাড়াটিয়াকে বের করে দেন রুশনারা আলী। 

অভিযোগ উঠেছে, উচ্ছেদের পর সেই বাড়ির ভাড়া এক ধাক্কায় সাতশ পাউন্ড বাড়ানো হয়। এমন সিদ্ধান্তের পর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। 

কারণ, এক সময় তিনি নিজেই ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় সরব ছিলেন। ফলে তার এমন ভূমিকা অনেকের চোখে দ্বিচারিতা হিসেবে দেখা দিয়েছে।

এই ঘটনার পেছনে অন্য একটি কারণ দেখিয়েছেন রুশনারার ঘনিষ্ঠ একাধিক সূত্র। তাদের দাবি, তিনি ওই বাড়ি বিক্রি করতে চেয়েছিলেন। এজন্য ভাড়াটিয়াদের উঠিয়ে দেন। পরে বাড়িটি বিক্রি না হওয়ায় আবার ভাড়ায় তোলেন।

তবে যুক্তরাজ্যের বিরোধী দলগুলো বিষয়টি ভালোভাবে নেয়নি। কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক রুশনারাকে ‘ভণ্ড’ আখ্যা দেন। স্কটিশ ন্যাশনাল পার্টির এমপি পিট উইশার্ট সরাসরি তার পদত্যাগ দাবি করেন।

এদিকে লন্ডন রেন্টারস ইউনিয়ন বলেছে, একজন মন্ত্রী হয়ে রুশনারার এমন পদক্ষেপ অগ্রহণযোগ্য। এ নিয়ে সরকারের হস্তক্ষেপও চেয়েছে তারা।

ভাড়াটিয়াদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘জেনারেশন রেন্ট’ জানিয়েছে, একজন নীতিনির্ধারক হয়ে এমন আচরণ স্বার্থসংঘাতের উদাহরণ। তারা আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

সবশেষে নানা দিক থেকে চাপ বাড়তে থাকলে ৮ আগস্ট, বৃহস্পতিবার রুশনারা আলী ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি পদত্যাগপত্রের ছবিও প্রকাশ করেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

রুশনারা আলী ২০১০ সাল থেকে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রভাবশালী নারী হিসেবে পরিচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার : নাসীরুদ্দীন পাটওয়ারী

গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার : নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

পাকিস্তান পররাষ্ট্রনীতির পুনর্জন্ম ঘটাচ্ছে- এমন নয়

পাকিস্তান পররাষ্ট্রনীতির পুনর্জন্ম ঘটাচ্ছে- এমন নয়

এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬, সর্বনিম্ন ৩০ হাজার

এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬, সর্বনিম্ন ৩০ হাজার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App