×

আবহাওয়া

ঢাকায় আকাশ আংশিক মেঘলা, বজ্রসহ বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ এএম

ঢাকায় আকাশ আংশিক মেঘলা, বজ্রসহ বৃষ্টির আভাস

সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ বিরাজ করছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরো পড়ুন : যশোরের মনিরামপুরে ভূমিকম্প

অন্যদিকে, সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

আসিফ নজরুল চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

পে কমিশনের সুপারিশ জমা হবে যেদিন

পে কমিশনের সুপারিশ জমা হবে যেদিন

সিআইডিকে তদন্ত প্রতিবেদন দিতে আরো ৫ দিনের সময়

ওসমান হাদি হত্যা মামলা সিআইডিকে তদন্ত প্রতিবেদন দিতে আরো ৫ দিনের সময়

নিকারের সভায় ৪ নতুন থানা ও মন্ত্রণালয়ের নাম পরিবর্তন অনুমোদন

নিকারের সভায় ৪ নতুন থানা ও মন্ত্রণালয়ের নাম পরিবর্তন অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App