নাইজেরিয়ায় ভয়াবহ হামলায় সেনাসদস্যসহ নিহত ৫৫

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পিএম

ছবি : সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশের দারুল জামা গ্রামে বোকো হারাম সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। হামলার সময় ছয় সেনাসদস্যও প্রাণ হারান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ক্যামেরুন সীমান্তের কাছে এ হামলা ঘটেছে। খবর আল জাজিরার।
স্থানীয়রা জানিয়েছেন, মোটরসাইকেলে এসে জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে ঘরবাড়িতে আগুন ধরিয়েছে। নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। সরকার-সমর্থিত মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম এএফপিকে জানান, হামলায় ছয় সেনাসদস্যসহ ৫৫ জন নিহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় নেতা রয়টার্সকে বলেন, শনিবার সকাল পর্যন্ত অন্তত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ। তিনি বলেন, জঙ্গিরা ঘরে ঘরে গিয়ে পুরুষদের হত্যা করেছে, নারীদের ছাড়া দিয়েছে। প্রায় প্রতিটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, অন্তত ২০টি ঘরবাড়ি ও ১০টি বাস ধ্বংস করা হয়েছে।
আরো পড়ুন : ভূমিধসে নিশ্চিহ্ন পুরো গ্রাম, নিহত সহস্রাধিক
সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ার সেনাবাহিনী বোরনো প্রদেশে বোকো হারাম ও তাদের সহযোগী আইএসআইএল-এর শাখা আইএসডব্লিউএপি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, এলাকার নিয়ন্ত্রণ বোকো হারামের কমান্ডার আলি এনগুল্ডের হাতে রয়েছে এবং তিনি হামলার নেতৃত্ব দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
দারুল জামার বাসিন্দা বাবাগানা মালা জানিয়েছেন, হামলার তিন দিন আগে থেকেই সেনাদের জঙ্গি সঙ্কটের তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু অতিরিক্ত কোনো সেনা পাঠানো হয়নি। তিনি বলেন, সেনারা জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধে ব্যর্থ হয় এবং পরে আমরা বামা শহরে পালিয়ে আসি।
অনেক ভুক্তভোগী বামার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাস্তুচ্যুত ক্যাম্পের বাসিন্দা ছিলেন, যা চলতি বছর বন্ধ করা হয়েছিল।