×

অস্ট্রেলিয়া

লেবাননে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন বাংলাদে‌শিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৮ পিএম

লেবাননে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন বাংলাদে‌শিরা

ছবি: সংগৃহীত

   

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। দেশটির নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তাদেরকে তুলনামূলক নিরাপদ ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। এ বিষয়ে প্রবাসী বাংলাদেশি ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে লেবাননের বাংলাদেশ দূতাবাস।

সোমবার (৭ অক্টোবর) লেবাননের স্থানীয় সময় রাতে বাংলাদেশ দূতাবাস একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী তাদের কর্মস্থল ও আবাসস্থল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। যারা এখনো নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারেননি, তাদের জন্য বাংলাদেশ দূতাবাস থেকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া লেবানিজ সরকারের ঘোষিত কিছু আশ্রয়কেন্দ্রেও প্রবাসী বাংলাদেশিরা অবস্থান নিয়েছেন।

দূতাবাস আরো জানায়, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব আশ্রয়কেন্দ্রে বিছানাপত্র ও পরিচ্ছন্নতা সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে।

যদি কেউ এখনো আশ্রয়কেন্দ্রে না পৌঁছাতে পারেন বা কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তাদেরকে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক ও হেল্প লাইনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বরগুলো হলো: ফ্রন্ট ডেস্ক- ৭১২১৭১৩৯, হটলাইন- ৭০৬৩৫২৭৮ এবং হেল্পলাইন- ৮১৭৪৪২০৭।

আরো পড়ুন: ইয়াহিয়া সিনওয়ারের জীবিত থাকার কথা জানিয়েছে ইসরায়েল

দূতাবাস প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং যে কোনো জরুরি অবস্থায় দ্রুত সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App