×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১১:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। দেশটির ওহাইওতে এই দুর্ঘটনায় একজন ধনী ইস্পাত ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যরা ছিলেন। তাদের দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি মন্টানায় ছুটি কাটিয়ে ফিরছিল। বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমানটি উড্ডয়নের মাত্র ৭ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয়জনের সবাই নিহত হন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য এবং বাকি দুজন পাইলট ও কো-পাইলট। 

নিহতরা হলেন, লিবার্টি স্টিল ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেটেডের মালিক জেমস 'জিম' ওয়েলার (৬৭), তার স্ত্রী ভেরোনিকা (৬৮), তাদের ছেলে জন (৩৬), পুত্রবধূ মারিয়া (৩৪) এবং পাইলট জোসেফ ম্যাক্সিন (৬৩) ও কো-পাইলট টিমোথি ব্লেক (৫৫)।

স্থানীয় সময় রোববার (২৯ জুন) সকাল ৭টার ঠিক আগে ইয়ংস্টাউন আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র সাত মিনিট পরে বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল পশ্চিমে ঘন জঙ্গলযুক্ত এলাকার একটি বাড়ির পেছনের উঠোনে বিমানটি বিধ্বস্ত হয়।

হাওল্যান্ড টাউনশিপ ফায়ার চিফ রেমন্ড পেস দুর্ঘটনাটিকে এলাকার ইতিহাসের সবচেয়ে মারাত্মক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ঘন জঙ্গলের কারণে প্রাথমিক উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা ছয়টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমবাপ্পের অভিষেক ম্যাচে জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের অভিষেক ম্যাচে জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল মাদ্রিদ

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন আজ

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন আজ

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App