×

বিএনপি

কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই: মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:৩৪ পিএম

কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

দেশে এখন কোথাও কোনো সুশাসন, জবাবদিহি বা নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগে যে ব্যবসায়ীকে এক লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে পাঁচ লাখ টাকা দিতে হচ্ছে। কোথাও কোনো শৃঙ্খলা নেই, পুলিশে কোনো পরিবর্তন হয়নি।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ শীর্ষক বইয়ের প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, এই অবস্থা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন যথাযথ সময় ও গণতান্ত্রিক চর্চা। কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য বিলম্ব না করে অতি দ্রুত জনগণের ক্ষমতায়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। জনগণের প্রকৃত প্রতিনিধি সংসদে পাঠিয়েই কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে।

আরো পড়ুন : মাইলস্টোন ট্র্যাজেডি : আইসিইউতে মৃত্যুর কাছে হার মানলো জারিফ

তিনি বলেন, ট্রাম্পের ট্যারিফ নীতি আমাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়ে এখন থেকেই সতর্ক হতে হবে। রাজনৈতিক দলগুলো দেশের উন্নয়ন ও জনস্বার্থে সর্বদা ইতিবাচক ভূমিকা পালন করবে, সেটাই স্বাভাবিক।

সিরডাপে আয়োজিত এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বইটির লেখক ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ। আলোচনায় বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা অংশ নেন এবং বইটিকে দেশের বর্তমান বাস্তবতায় সময়োপযোগী গবেষণা আখ্যা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা!

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা!

এনসিপিকে নিয়ে যা বললেন এই নাসির

এনসিপিকে নিয়ে যা বললেন এই নাসির

অন্তর্বর্তী সরকার নিয়ে যা বললেন লেবার পার্টির চেয়ারম্যান

অন্তর্বর্তী সরকার নিয়ে যা বললেন লেবার পার্টির চেয়ারম্যান

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চান রাজনীতিবিদরা

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চান রাজনীতিবিদরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App