চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গিয়াস কাদেরের পদ স্থগিত

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১১:১৮ এএম

সংঘর্ষের জেরে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করেছে বিএনপি। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করেছে বিএনপি। একইসঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় এক নেতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, গিয়াস কাদের চৌধুরী সম্প্রতি নিজ এলাকায় দলের অভ্যন্তরে হামলাসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। একাধিকবার সতর্ক করার পরও তিনি উসকানিমূলক ভূমিকা রেখে এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরো পড়ুন : প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ে নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের
এ চিঠির অনুলিপি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের কাছেও পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের রাউজানে বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার ও গিয়াস কাদের চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোলাম আকবর খোন্দকারসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। সংঘর্ষে কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং ব্যাপক ভাঙচুর চালানো হয়।
এই ঘটনার পরপরই বিএনপি কেন্দ্র থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে।