৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১১:২৬ পিএম

ছবি: সংগৃহীত
আগামী ৩ আগস্ট ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই দিন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী শহরের এক পথসভায় এই আহ্বান জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, আমরা দেখেছি গত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে। নতুন সংবিধান আমরা পাইনি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়া হয় নাই। আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমরা কোনো দাবি থেকে সরে আসিনি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশের দাবিতে রাজপথে নামতে হচ্ছে আমাদের।
৩ আগস্ট শহীদ মিনারের সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়বো। দেশের মানুষের মুক্তির দাবিতে চব্বিশের আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল। গত এক মাস সারাদেশ ঘুরতে ঘুরতে আমরা বিপ্লবের শহর নরসিংদীতে আপনাদের কাছে এসেছি। বিপ্লবের স্মৃতি আমরা কেউ ভুলে যাইনি।
তিনি আরো বলেন, আমাদের মনে আছে ১৮ জুলাইয়ের কথা। আমরা ভুলিনি সেদিন নরসিংদীতে কী হয়েছিল। ১৭ জুলাই যখন আমাদের সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছিল। আমরা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছিলাম। তখন নরসিংদীর শিক্ষার্থী তাহমিদ শহীদ হয়েছিল। সেদিন শহীদ হয়েছিলেন আরেক শিক্ষার্থী ইমন।