৬০০ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা ও ওষুধ বিতরণ

মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

ছবি : ভোরের কাগজ
ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল-এর উদ্যোগে শাহআলী থানা ৮ নং ওয়ার্ডের উত্তর বিশিল বালুর মাঠে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ অক্টোবর) আয়োজিত এ কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন মোহাম্মদ শামীম মিয়া এবং আয়োজন করে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন ঢাকা মহানগর উত্তর। ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি।
মোস্তফা জগলুল পাশা পাপেল জানান, গত ৫ আগস্ট থেকে নিয়মিতভাবে তিনি প্রতি সপ্তাহে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছেন। বিএনপি ঘোষিত ৩১ দফার মধ্যে ২৬তম দফায় ‘সকলের জন্য স্বাস্থ্যসেবা’ উল্লেখ থাকায় সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, ক্যাম্প শুরু হওয়ার আগে কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয় এবং এলাকার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এ সেবার বার্তা পৌঁছে দেওয়া হয়। তারেক রহমানের নির্দেশনায় জনগণের নাগরিক সেবার অংশ হিসেবে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আরো পড়ুন : চট্টগ্রামে ‘মহড়ায় অংশ নিতে’ এসেছে মার্কিন সামরিক বিমান
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপেল বলেন, তারেক রহমান আমাদের আকাঙ্ক্ষার প্রতীক। তিনি সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জিয়া পরিবার স্বাধীনতার আগে ও পরে মানুষের কল্যাণে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে সঠিক পথে দিক নির্দেশনা দিয়েছেন। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের আন্দোলন এগিয়ে যাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়ায় মামলাগুলো নিষ্পত্তি হওয়ার পর তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন এবং জনগণ তাকে পাশে পেয়ে নতুন যাত্রা শুরু করবে। পাপেল বলেন, তারেক রহমান নতুন প্রজন্মের জন্য একজন বীর সৈনিক। তার নেতৃত্বেই বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে।
তিনি আরো জানান, ঢাকার ১৪ আসনের উন্নয়ন ও অবকাঠামো কার্যক্রম অব্যাহত রয়েছে, যাতে জনগণ বাস্তব পরিবর্তন অনুভব করতে পারেন। স্থানীয় বাসিন্দারা জানান, ফ্রি স্বাস্থ্যসেবা উদ্বোধনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও কল্যাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
ক্যাম্পে প্রায় ৬০০ জন সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা পান। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।