নির্বাচনি ব্যয়ের জন্য সমর্থকদের সহায়তা চাইলেন এনসিপি প্রার্থী আখতার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম
ছবি : সংগৃহীত
নতুন এক বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরে নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব এবং রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন।
বুধবার (২১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে আখতার হোসেন লিখেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর-৪ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, এই আসনের মানুষ তাকে আপন করে নিয়েছেন এবং তিনি আশাবাদী ও দৃঢ়প্রতিজ্ঞ। পোস্টে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার থেকে আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে।
আরো পড়ুন : বাধ্য হয়েই ১৭ বছর দেশের বাইরে ছিলাম, সিলেটে তারেক রহমান
পোস্টে আখতার হোসেন লেখেন, শুভাকাঙ্ক্ষীদের অনুদানের মাধ্যমে তাদের পথচলা শুরু হলেও আনুষ্ঠানিক প্রচারণা পর্বে অনুদান ও সার্বিক সহযোগিতার পরিধি বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তার ভাষায়, কেবল দোয়া, সহযোগিতা, অনুদান এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দেশ নিয়ে তার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। এই কঠিন নির্বাচনি লড়াইয়ে তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির পাশাপাশি মিছিল ও উঠান বৈঠকের আয়োজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি ও নতুন আইডিয়ার মাধ্যমে সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। অনুদানের বিষয়ে তিনি বলেন, কোনো দ্বিধা না করে ১০ টাকা দিয়েও সহযোগিতা শুরু করা যেতে পারে এবং সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ অনুদান দেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি কাউনিয়া–পীরগাছার মানুষ, সারা দেশের শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করে আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় তারা সফল হবেন।
