×

বিএনপি

খাল পরিষ্কারে নেতৃত্ব দিলেন বিএনপি নেতা আফাজ উদ্দিন

Icon

মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

খাল পরিষ্কারে নেতৃত্ব দিলেন বিএনপি নেতা আফাজ উদ্দিন

ছবি : ভোরের কগজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৭তম দিন) ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-৯, অফিসার্স ক্লাব সংলগ্ন ২ নং ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এ কর্মসূচি ইতোমধ্যেই সারাদেশে সফলভাবে চলছে। এর সার্বিক তত্ত্বাবধান করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান।

আজকের কার্যক্রমে নিজ হাতে খাল পরিষ্কার করে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

আফাজ উদ্দিন বলেন, আমি দেশের যুবসমাজকে আহ্বান জানাই—আপনারা জনাব তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। নতুন বাংলাদেশ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। শুধু যুব উন্নয়ন নয়, স্বাস্থ্য, কৃষি, মুক্তিযোদ্ধা ও মহিলা উন্নয়ন সব ক্ষেত্রেই তার ৩১ দফা কর্মসূচিতে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, আজ দেশে লাখো যুবক বেকার। খাল-খনন কর্মসূচির মতো উদ্যোগে যুবকদের বিশাল ভূমিকা রাখার সুযোগ রয়েছে। প্রতিদিন মাত্র দুই থেকে তিন ঘণ্টা খাল, নালা ও ডোবা পরিষ্কার করলে অল্প সময়েই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তবে তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। সারা বিশ্বের উন্নয়ন, স্বাস্থ্যব্যবস্থা ও সুশাসনের মডেল অনুসরণ করে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে।

আরো পড়ুন : প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠার ‘ঘোষণা’ দিলেন আমিনুল হক

যুবকদের উদ্দেশে তিনি জানান, এক বছরের জন্য বেকার ভাতা চালু করা হবে। পাশাপাশি বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে, যাতে যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ তৈরি হয়।

তিনি আহ্বান জানান, যুবকরা যেন নেশা থেকে দূরে থাকে এবং অন্যদেরও বিরত রাখে। কিশোর গ্যাং, মাদক বিক্রি ও সেবন রোধে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। যদি আমরা সবাই মিলে সৎ হই এবং অন্যকেও সৎ রাখতে পারি, তবে সমাজে মাদক, কিশোর গ্যাং কিংবা অনৈতিক কর্মকাণ্ডের কোনো জায়গা থাকবে না। তাহলেই সম্ভব হবে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নং ওয়ার্ড বিএনপি এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাচ্চা দেখলে জড়িয়ে ধরতে বা গাল টিপতে ইচ্ছে করে কেন?

বাচ্চা দেখলে জড়িয়ে ধরতে বা গাল টিপতে ইচ্ছে করে কেন?

বিশেষ অভিযানে আরো ১৮৪৯ জন গ্রেপ্তার

বিশেষ অভিযানে আরো ১৮৪৯ জন গ্রেপ্তার

গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে ওলামা-মাশায়েখদের বিক্ষোভ

গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে ওলামা-মাশায়েখদের বিক্ষোভ

বিক্ষোভে উত্তাল ফ্রান্স

বিক্ষোভে উত্তাল ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App