নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার সব ধরনের ষড়যন্ত্র শেষ পর্যন্ত ব্যর্থ হবে।
শনিবার (২০ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে স্বৈরাচারের দোসর এবং নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আরো পড়ুন : হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল
বিএনপির এই নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন লক্ষ জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ থেকেই দেশের বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ও স্পষ্ট বার্তা দেওয়া হবে।
তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে বিএনপি কখনো সরে আসবে না। দেশের মানুষ সব ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেবে।
