×

বিএনপি

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, খালেদা জিয়া বর্তমানে একটি সংকটময় সময় পার করছেন।

শনিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে হঠাৎ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডা. জাহিদ হোসেন বলেন, ‘ওনার অবস্থার উন্নতি হয়েছে—এমনটি বলার সুযোগ নেই। ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি এখনো একটি সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণে প্রথমে তাকে কেবিন থেকে সিসিইউতে এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।’

মেডিকেল বোর্ডের এই সদস্য জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসা প্রক্রিয়ায় তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালের সামনে এই ব্রিফিং করা হয়।

এদিকে, শনিবার দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে আবারও মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সেখানে দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেন এবং রাত ১১টা ৫৮ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন। এর আগে, গত বৃহস্পতিবার দীর্ঘদিন পর দেশে ফিরেই প্রথমে মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান তিনি।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে।

খালেদা জিয়ার বিদ্যমান শারীরিক জটিলতার মধ্যে রয়েছে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা। এসব জটিলতা ওঠানামা করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ

এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

এনসিপিতে জামায়াত জোট নিয়ে দ্বিমত, নাহিদ ইসলামকে ৩০ নেতার আপত্তিপত্র

এনসিপিতে জামায়াত জোট নিয়ে দ্বিমত, নাহিদ ইসলামকে ৩০ নেতার আপত্তিপত্র

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App