×

বলিউড

১৩ দিনে ‘সাইয়ারা’ আয় পেছনে ফেলল আমির-শাহিদের সিনেমাকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৩:০৫ পিএম

১৩ দিনে ‘সাইয়ারা’ আয় পেছনে ফেলল আমির-শাহিদের সিনেমাকে

সাইয়ারা ছবির একটি দৃশ্যে আহান পাণ্ডে এবং আনীত পাড্ডা। ছবি : সংগৃহীত

মোহিত সুরির পরিচালনায় মুক্তির ১৩ দিনের মাথায় ‘সাইয়ারা’ ঝড় তুলেছে বক্স অফিসে। ভারতে এ পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে ২৭৩.৫০ কোটি রুপি, আর বিশ্বজুড়ে মোট আয় ৪০০ কোটি রুপির ঘর ছুঁয়েছে।

এখন পর্যন্ত ‘সাইয়ারা’র আয় ছাড়িয়ে গেছে আমির খানের ব্লকবাস্টার ‘সিতারে জমিন পার’ (২৬৪ কোটি) এবং শাহিদ কাপুরের ‘কবীর সিং’ (৩৭৯ কোটি)-এর মতো সুপারহিট সিনেমাকেও। দুই নবাগত অভিনেতাকে নিয়ে নির্মিত ছবির এমন সাফল্য বলিউডে বিরল।

‘সাইয়ারা’ ছবিটি দিয়ে বলিউডে অভিষেক হয়েছে আহান পাণ্ডে এবং আনীত পাড্ডার-এর। নবাগত এই জুটি দর্শকদের মন জয় করেছেন অভিনয় আর গল্পের আবেগে। যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবিটি প্রেম, বিচ্ছেদ আর স্মৃতিভ্রষ্টতার আবেগঘন গল্প নিয়ে নির্মিত।

আরো পড়ুন : বলিউডের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা ‘সাইয়ারা’

ছবিতে আহান পাণ্ডে অভিনীত ‘কৃষ কাপুর’ চরিত্রটি এক তরুণ সংগীতশিল্পীর, আর আনীত পাড্ডার অভিনয় করেছেন ‘ভানী বাত্রা’ চরিত্রে—যিনি অল্প বয়সেই আলঝেইমার্সে আক্রান্ত হন। এ দুই চরিত্রের ভালোবাসা, ভুলে যাওয়া আর ফিরে আসার গল্পই সিনেমার মূলে।

মুক্তির দ্বিতীয় সপ্তাহে গিয়েও ছবিটির বক্স অফিস দখল শক্ত অবস্থানে আছে। গত সোমবার আয় ছিল ৯ দশমিক ২৫ কোটি, মঙ্গলবার ১০ কোটি এবং বুধবার ৭ কোটি রুপি। সবমিলিয়ে এ পর্যন্ত ছবির আয় দাঁড়িয়েছে ২৭৩ দশমিক ৫০ কোটি রুপি (ভারতে) এবং বিশ্বজুড়ে ৪০০ কোটির বেশি।

এদিকে, ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ধর্ম প্রোডাকশনের ‘ধড়ক-২’ এবং অজয় দেবগনের ‘সন অব সরদার-২’। এই দুটি ছবির মুক্তিতে ‘সাইয়ারা’র বক্স অফিস দাপট কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে দুই নতুন মুখকে নিয়ে বলিউডে মোহিত সুরি আর যশ রাজ ফিল্মস যে বাজি খেলেছিল, ‘সাইয়ারা’র ১৩ দিনের আয়ই প্রমাণ করছে সেই বাজি কতটা সফল হয়েছে!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কূটনৈতিক বিজয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কূটনৈতিক বিজয়

  খাবারের জন্য ১২ কিমি. হেঁটে আসা শিশুকে গুলি করে হত্যা

খাবারের জন্য ১২ কিমি. হেঁটে আসা শিশুকে গুলি করে হত্যা

ট্রাম্পের হুমকির পর রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

ট্রাম্পের হুমকির পর রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App