×

বলিউড

শাহরুখ-পুত্রের সিরিজে বিতর্কিত চুম্বন দৃশ্য, আলোচনায় অভিনেত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ পিএম

শাহরুখ-পুত্রের সিরিজে বিতর্কিত চুম্বন দৃশ্য, আলোচনায় অভিনেত্রী

অভিনেত্রী অন্যা সিং। ছবি : সংগৃহীত

আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অব বলিউড’ মুক্তির পর আলোচনায় এসেছেন অভিনেত্রী অন্যা সিং। সিরিজের প্রধান চরিত্র লক্ষ্যর ম্যানেজার হিসেবে সান্যা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বহুল আলোচিত তিন ছবির চুক্তি—যা কারও জন্য সৌভাগ্যের টিকিট, আবার কারও জন্য দমবন্ধ করা ফাঁদ। মজার বিষয়, বাস্তব জীবনেও অন্যা একসময় এমন চুক্তির ফাঁদে পড়েছিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস। 

২০১৬ সালে যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) তাঁকে নতুন মুখ হিসেবে পরিচয় করায় এবং তিন ছবির চুক্তিতে সই করায়। ২০১৭ সালে আদার জৈনের বিপরীতে তাঁর প্রথম ছবি ‘কয়েদি ব্যান্ড’ মুক্তি পায়। তবে ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়, ফলে বাকি দুটি ছবি আর নির্মিত হয়নি। ধীরে ধীরে অন্যা হয়ে ওঠেন প্রান্তিক চরিত্রের অভিনেত্রী। প্রায় এক দশক ধরে ইন্ডাস্ট্রিতে থাকলেও তাঁকে দেখা গেছে ‘খো গয়ে হাম কাহাঁ’ বা সাম্প্রতিক ‘স্ত্রী ২’-এর ছোটখাটো ভূমিকায়। 

আরো পড়ুন : আরিয়ানের সিরিজে অভিনয় করে আইনি বিপাকে রণবীর

তবে ‘দ্য ব্যা**ডস অব বলিউড’-এর সাফল্যের পর আবারও আলোচনায় এসেছেন তিনি। সমালোচক ও দর্শকেরা বলছেন, অন্যা এবার তাঁর অভিনয়প্রতিভা দিয়ে প্রমাণ করেছেন তিনি কেবল ব্যর্থ নায়িকার তকমায় আটকে নেই।

নিজের অভিনয় ও দর্শকের প্রতিক্রিয়া নিয়ে অন্যা বলেন, আমি অভিভূত। সবকিছুই এখন পর্যন্ত দারুণ। খুব ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। অনেকেই আমাকে চুম্বনের দৃশ্য নিয়ে প্রশ্ন করেছেন। তবে দর্শকেরা বিষয়টিকে মজা হিসেবেই নিয়েছেন। আমি ভীষণ খুশি।

অন্যার মতে, সংবেদনশীল বিষয় তুলে ধরতে কমেডি একটি কার্যকর মাধ্যম। তাঁর ভাষায়, হাস্যরসের ভেতর দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সহজভাবে বলা যায়। এতে কারও ক্ষতি হয় না, আবার মানুষও ভালোভাবে গ্রহণ করে। এটা আসলে ব্যক্তিগত পছন্দ এবং সেটিকে সম্মান করা জরুরি।

তিনি স্বীকার করেন, দৃশ্যটি শুট করার আগে তিনি নার্ভাস ছিলেন এবং পরিচালক আরিয়ান খানকে বারবার জিজ্ঞেস করেছিলেন এটি আদৌ প্রয়োজনীয় কি না। যেকোনো ঘনিষ্ঠ দৃশ্যই নার্ভাসনেস তৈরি করে। সহশিল্পীরও আলাদা অস্বস্তি থাকে, বলেন তিনি।

অন্যার সহশিল্পী ছিলেন এক জুনিয়র আর্টিস্ট, যিনি আগে কখনো এমন দৃশ্যে কাজ করেননি। সে প্রসঙ্গে অন্যা বলেন, আমি ভীষণ ভয়ে ছিলাম। কিন্তু যখন দেখি সে কাঁপছে, আমি বরং তাকে সামলাতে শুরু করি। তখন আমার নিজের ভয় কেটে যায়।

তিনি কৃতজ্ঞতা জানান সেটের নিরাপদ পরিবেশের জন্য। তিনি বলেন, যেকোনো সেটে অভিনেতার নিরাপদ মনে করা সবচেয়ে বড় বিষয়। আমরা সেটে খুব স্বচ্ছন্দে ছিলাম, তাই দৃশ্যটা ভালোভাবে করতে পেরেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টাকে পাকিস্তানে আমন্ত্রণ

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টাকে পাকিস্তানে আমন্ত্রণ

বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে অধ্যাপক ইউনূস-মেলোনি বৈঠক

বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে অধ্যাপক ইউনূস-মেলোনি বৈঠক

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: মির্জা ফখরুল

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: মির্জা ফখরুল

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App