×

ক্যাম্পাস

ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম

ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ দিন

ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ রাত ১০টায়। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ রাত ১০টায়। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নানা কর্মসূচি জানাচ্ছেন।

শনিবার ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও প্রচারণা মূলত হল কেন্দ্রিকভাবে চলে। দিন শুরুতে হাজী মুহম্মদ মহসিন হলে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান উপস্থিত হয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, অতীতের অপরাজনীতির সংস্কৃতি ভুলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নারী বা পুরুষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে গণ্য করা হবে আমাদের লক্ষ্য। নারী হেনস্তা রোধে নির্বাচিত হলে বিশেষ সেলও গঠন করা হবে।

আরো পড়ুন : জুলাই আন্দোলনে আহত আবিদুরের হাতে এখনও ভাঙা হাড়, লড়ছেন জাকসুতে

অন্যদিকে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা হলের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আমরা আশা করি মেয়েরাও গণহারে ভোট কেন্দ্রে আসবে। এ বিষয়টি উৎসাহিত করার জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করছি।

অমর একুশে হলে এস এম ফরহাদ ও আবু বাকের মজুমদার শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এবং সুষ্ঠু ভোট পরিচালনা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বিকেলে মধুর ক্যান্টিনে জরুরি ব্রিফিং করেন স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের আচরণ এবং রাজনৈতিক প্রার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ হচ্ছে।

এছাড়া, বিকেলে ছাত্রদল চিফ রিটার্নিং অফিসারের কাছে ভোটের পরিবেশ এবং অন্যান্য বিষয় নিয়ে অভিযোগপত্র দেয়।

প্রচারণা শেষে হাতে থাকবে মাত্র একদিন। তারপর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। সুষ্ঠু, সুন্দর ও দৃষ্টান্তমূলক নির্বাচনের প্রত্যাশা প্রকাশ করেছেন সকল সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রী ইশিবার

পদত্যাগের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রী ইশিবার

ভুয়া বিল দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, ডিএসসিসিতে দুদকের অভিযান

ভুয়া বিল দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, ডিএসসিসিতে দুদকের অভিযান

এবার দেশে মুক্তি পাচ্ছে মেহজাবীনের ‘সাবা’

এবার দেশে মুক্তি পাচ্ছে মেহজাবীনের ‘সাবা’

১৪, ১৮ ও ২৪’র নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে

স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪, ১৮ ও ২৪’র নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App