×

ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ঢল, উৎসবমুখর ক্যাম্পাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ঢল, উৎসবমুখর ক্যাম্পাস

নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ছবি : ভোরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই শতশত শিক্ষার্থী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হাসিমুখে ভোট দিয়েছেন। ভোটকেন্দ্র থেকে বের হয়ে অনেকে জানালেন, বহু প্রতীক্ষিত এই সুযোগ তাদের কাছে এক অনন্য অভিজ্ঞতা।

ভোটাধিকার প্রয়োগ করতে পেরে শিক্ষার্থীদের মুখে ফুটে উঠেছে আনন্দ ও প্রত্যাশার ঝলক। শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে ভোট দিতে পেরে তারা আশা প্রকাশ করেছেন, এ নির্বাচন থেকে উঠে আসবে যোগ্য ও কার্যকর নেতৃত্ব, যারা শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে দেখা গেছে, পুরো চত্বরে জমে উঠেছে উৎসবের আমেজ। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ডিপার্টমেন্ট থেকে দলে দলে শিক্ষার্থীরা এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ভোট দিতে এসে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।

আরো পড়ুন : ঢাবিতে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, ভেতরে বিজিবির টহল

অনেকেই জানালেন, ডাকসুর এই ভোট কেবল প্রার্থী বাছাই নয়, বরং এটি তাদের জন্য আনন্দ-উৎসবের মতো। অনেকে ভোট শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও অভিজ্ঞতা ভাগাভাগি করছেন। শিক্ষার্থীদের অনেকে বলছেন, দীর্ঘদিন পর এমন একটি গণতান্ত্রিক পরিবেশে ভোট দিয়ে তারা সত্যিই আনন্দিত।

ভোট শেষে শিক্ষার্থী লায়লা রহমান বলেন, আজকের দিনটা আমাদের জন্য উৎসবের দিন। এত বড় একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পেরে সত্যিই দারুণ লাগছে।

আরেক শিক্ষার্থী সামিরা জানান, ভোটের লাইনটা বেশ লম্বা ছিল, তবে আনন্দের সঙ্গে অপেক্ষা করেছি। কারণ এটি আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব বাছাইয়ের মুহূর্ত।

বৈশাখী মুখার্জী বলেন, ক্যাম্পাসে এমন আনন্দঘন পরিবেশ আগে দেখিনি। ভোট দিয়ে মনে হলো আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের অংশ।

তানজিলা হক বলেন, দীর্ঘ লাইনেও সবাই হাসিমুখে দাঁড়িয়ে ছিল। মনে হলো আমরা সবাই একসঙ্গে গণতন্ত্রের পাঠ নিচ্ছি।

অন্যদিকে, কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কড়া নজরদারির কারণে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, এমন স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস আরো বাড়িয়েছে।

ভোটকেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের মধ্যে চলছে আলোচনা—কে জিততে পারে, কেমন হবে আগামী দিনের ডাকসু নেতৃত্ব।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

দ্রুত পোস্টাল ভোট দেয়ার আহ্বান নির্বাচন কমিশনের

দ্রুত পোস্টাল ভোট দেয়ার আহ্বান নির্বাচন কমিশনের

সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আমরা চাঁদা-দুর্নীতিতে জড়াবো না: জামায়াত আমির

আমরা চাঁদা-দুর্নীতিতে জড়াবো না: জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App